
১
জানলা খুলে দেই
নির্বাক বাতাস অলিগলি ঘুড়ে এসে
অন্ধকার রেখে যায় ঘরে
ছোট চাকার মত চাঁদটা
আমায় হতাশা ঢেলে দেয়
প্রসারিত সারাংশে
আমি একজন মানুষ নই
আমি একজন মানুষ নই
আমি একজন অনুভূতি ;
গণ্ডক বিষ বৃক্ষ ।
২
জীবনের দৈর্ঘ্য-প্রস্ত
নদীর এপাড়-ওপাড়
৩
আমি তোমায় দেখেছি
নীরব থাকতে
শীতকালীন গাছে
বর্বর শাখায় ,
দেখেছি সেলুয়েট আঙুলে
দখল নিতে
গর্ভবতী চাঁদের কলঙ্কে ।
৪
অনেক কথা শব্দের মধ্যে
মাছ হয়ে খেলে সৌখিন অ্যাকুরিয়ামে ।
চৈত্রধূলা আবির হয়ে উড়ে চলে
ঝড়কে কুড়িয়ে আনতে
বন , মরুভূমি , সমুদ্র চোরাবালি
ভেঙ্গেচূড়ে মনে করিয়ে দেয়
হাজার বৈশাখের মিষ্টি কাণ্ডকীর্তি
দূর্ভিক্ষ জ্যোৎস্না নিথর আল পথে
সমাবেশ আলো-ছায়া , দোলে পেণ্ডুলামে ।
বাতাসের শ্বাস-প্রশ্বাস ,কুমারী বায়ুতে
গল্প শুধিয়ে বলে ,
তুমি বাতাস
আমি শ্বাস ।
৫
বুকহীন অন্ধকার উড়ে গেল
রাত্রি যাপন প্রহরী পেঁচায়
তুমি জেগে আছ ,
আমাকে জাগিয়ে ,
শরৎ আকাশে চিমটি কেটে ।
যত প্রকারের “ তুমি ” আছে
তার সবটা জুড়ে হাজার প্রকার,
তুমি আমার সেই দেহোজ তুমি
যে আমার দেহের সাধ আহ্লাদ ,
কাননবালা কাঁটাওয়ালা ফুল
তুলতে সাহায্য করে ।
৬
আমি কবি হব ব’লে
কখনও কলম কিনি নি ।
পৃষ্ঠার সাদা গন্ধ
আমাকে কবি করে উড়িয়ে দেয়
সদ্যজাত বীর্য্যপাত মেঘ আকাশে ।
আমি আজ কবিতা শ্রুতি ,
ফুল→গন্ধময় শ্রোতা খুঁজি
কবিতার গুহায় পালিয়ে থেকে ।
আমাকে কবিতারা একদিন বলেছিলো,
একটা সঙ্গী জুগিয়ে দিবে ,
বাঁকি সময়টা কাটাতে ।
তাই বিনা কারণেই
আজও সংসার করে যাচ্ছি ,
শারীরিক সম্পর্কটাকে
বালিশের নীচে শ্বাস রুর্দ্ধ করে রেখেছি।
থেঁতলে যাওয়া সময়টাকে
বলছি , ছিঃ আমরা মধ্যবিত্ত কবি ।
২৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তাই বিনা কারণেই
আজও সংসার করে যাচ্ছি ,
শারীরিক সম্পর্কটাকে
বালিশের নীচে শ্বাস রুর্দ্ধ করে রেখেছি। পক্তি খুব ভাল লাগল।
দেবজ্যোতি কাজল
ধন্যবাদ
নুরহোসেন
জীবনের দৈর্ঘ্য-প্রস্ত
নদীর এপাড়-ওপাড়
-জীবন এমনি জলে ভাসা পদ্ম।
দেবজ্যোতি কাজল
বোধহয়
ইকবাল কবীর
ভালো লিখেছেন। ভালো লেগেছে লিখাটি। শুভ কামনা জানবেন।
দেবজ্যোতি কাজল
তোমাকেও
শান্ত চৌধুরী
বাতাসের শ্বাস-প্রশ্বাস ,কুমারী বায়ুতে
গল্প শুধিয়ে বলে ,
তুমি বাতাস
আমি শ্বাস ।
ভাবনার নিপুণ কারুকাজ …
দেবজ্যোতি কাজল
চেষ্টা মাত্র
কামাল উদ্দিন
কুমারী বায়ু জিনিসটা কি দাদা?
দেবজ্যোতি কাজল
সদ্য বয়ে যাওয়া বাতাস
কামাল উদ্দিন
আমার দেখছি জীবন খানা ষোল আনাই মিছা
দেবজ্যোতি কাজল
কেনো
কামাল উদ্দিন
মানে আমি সাধারণ শব্দের অর্থটাও বুঝতে পারলাম না 🙁
দেবজ্যোতি কাজল
কেনো
ফয়জুল মহী
দারুণ এক অনুভুতি ,বেশ লাগলো ।
দেবজ্যোতি কাজল
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
সিরিজ কবিতা মন্দ না
মনের মাঝে ডানা মেলে
চতুর্দিকে আনাগোনা।
ভাল লাগলো। শুভ কামনা।
দেবজ্যোতি কাজল
আপনিও ভাল থাকবেন
ইসিয়াক
চমৎকার লিখন শৈলী ।
খুব ভালো লাগলো্ দাদা।
দেবজ্যোতি কাজল
ভাল লাগার শুভেচ্ছা জানালাম
সুপর্ণা ফাল্গুনী
আপনার লেখনীতে শব্দ চয়ন,কাব্যিকতা অসাধারণ। শুভ কামনা ও শুভেচ্ছা রইল
দেবজ্যোতি কাজল
তোমরা খুশী হলে আমার পরিশ্রম স্বার্থক
সঞ্জয় মালাকার
চমৎকার রচনাশৈলী, ভালো লাগলো খুব।
দেবজ্যোতি কাজল
তোমার বাড়ি কোথায়????
সঞ্জয় মালাকার
দাদা আমার বাড়ি বাংলাদেশে।