
প্রিয়তমা, তুমি কি ঘুমিয়ে পড়েছো?
রতিক্লান্ত তোমায় খানিকটা ক্লান্ত দেখালেও,
ম্রিয়মাণ মোটেও নও।
তুমি আনমনে বাঁকা ঠোঁটে
একটুকরো হাসি ধরে রেখেছো পরম নিশ্চিন্তে।
চরম সুখের রেশ হিসেবে -তুমি ঘুমাও প্রিয়তমা,
সব সুখ বুকে নিয়ে ।
আমি শুধু চেয়ে দেখি তোমার প্রিয় মুখ।
১৪টি মন্তব্য
সুরাইয়া পারভীন
আহ্! দারুণ রোমান্টিক প্রেমময় কবিতা
চমৎকার উপস্থাপন
ইসিয়াক
শুভকামনা রইলো আপু্ ।
জিসান শা ইকরাম
দেখেও শান্তি আছে মনে হচ্ছে 🙂
সুন্দর কবিতা।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
শুভসন্ধ্যা।
ফয়জুল মহী
চমৎকার উপস্থাপন l
ইসিয়াক
শুভেচ্ছা রইলো ভাইয়া ।
শুভসন্ধ্যা
নৃ মাসুদ রানা
কপালে টিপ, চোখ, ঠোঁট.. প্রেমে পড়ার মতো। মেয়েটির খোঁজখবর দিয়েন। যদি সম্ভব হয়..!
ইসিয়াক
মেয়েটিকে আমিও খুঁজতেছি ভাইয়া ।
কবিতা কি ভালো লাগেনি ?
শুভসন্ধ্যা ।
সুপায়ন বড়ুয়া
রাতটা হোক তবেই তো
নিশ্চিন্ত মনে ঘুমাবে।
তখন নাহয় দেখেন
এবার একটু খান্ত দেন।
শুভ কামনা।
ইসিয়াক
হা হা হা মন্তব্যে ভালো লাগা প্রিয় দাদা ।
শুভকামনা রইলো ।
মনির হোসেন মমি
দারুণ রোমান্টিক।
ইসিয়াক
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া ।
শুভকামনা জানবেন।
তৌহিদ
ঘুমন্ত প্রিয়ার মায়াবী মুখ দেখতে কিন্তু দারুণ লাগে। সুন্দর রোমান্টিক প্রেমের কবিতা ভালো লেগেছে ভাই।
ভালো থাকবেন।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া ।
ভালো থাকুন সবসময় ।