ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি
ঈদ এলে আমরা সবাই
প্রাণ খুলে হাসি।
ঈদ এর দিনে স্বাধীন মোরা
নেই যে কোন বাঁধা
যদিও খোদা পৃথিবীকে
বানিয়েছ তুমি, কঠিন গোলক ধাঁধাঁ।
জানি আমি আসবে মোদের ঈদ তুমি
যাবে তুমি নেই যে কোন বাঁধা
তবুও বলি ঈদ তুমি ছেড়ে মোদের, চলে যেও না।
————–সীমা সারমিন————-
৭৬৯জন
৭৬৯জন
১৯টি মন্তব্য
খসড়া
তবুও বলি ঈদ তুমি ছেড়ে মোদের, চলে যেও না। (y)
আমার স্বপ্ন ও মনের কথা
🙂 ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
বাহ , সুন্দর ছন্দের ঈদের ছড়া
ঈদ মুবারক
শুভ কামনা স্ব সময়ের জন্য ।
আমার স্বপ্ন ও মনের কথা
আপনার জন্য ও শুভকামনা ও ঈদ মোবারক।
প্রিন্স মাহমুদ
দারুন
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ছাইরাছ হেলাল
সত্যি, ঈদ আমাদের ছেড়ে না গেলেই ভাল হত ।
খুব সুন্দর লিখেছেন ।
ঈদ মোবারক ।
আমার স্বপ্ন ও মনের কথা
ঈদ মোবারক।
আদিব আদ্নান
ঈদ্গুলো আরও বেশি বেশি এলে ভালই হয় ।
ঈদ মুবারক ।
আমার স্বপ্ন ও মনের কথা
বেশী বেশী এলে আনন্দটা এমন থাকতো না যাই হোক ভাবতে অবশ্য ভালই লাগে যদি বেশী বেশী আসত।
ঈদ মোবারক…। 🙂
নীলকন্ঠ জয়
ঈদ মোবারক।
দারুণ ছড়া। অনেক অনেক ভালো লাগা।
আমার স্বপ্ন ও মনের কথা
ঈদ মোবারক ।
আপনাকে ধন্যবাদ।
প্রজন্ম ৭১
সারমিন আপু পোস্ট দিয়ে কই যান ? 🙁 ঈদ মুবারক ।
আমার স্বপ্ন ও মনের কথা
কেন কোথায় গিয়েছিলাম?
আমাকে কি কোথাও দেখেছেন?
যাই হোক ঈদ মোবারক।
প্রজন্ম ৭১
পোস্ট দিয়ে দুই দিন হাওয়া হয়ে গিয়েছেন , তাই বলেছি আপু 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
হাওয়া বলতে ?ঠিক বুঝিনি…।
যাই হোক প্রতিদিন পোস্ট দিলে অপর লেখক দের লেখা তারাতারি পেছনে চলে যাবে তাই লিখিনি বা লিখিনা।
আমার স্বপ্ন ও মনের কথা
আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।
সকলের জন্য এই ফুলটা রইলো -{@
স্বপ্ন
ঈদ মোবারক আপু -{@
আমার স্বপ্ন ও মনের কথা
ঈদ মোবারক ।আপনি আপু না ভাইয়া বুঝতে পারছিনা তবে ধন্যবাদ সাথে থাকার জন্য।