
সকালটা ঘিরে আছে কুয়াশার চাদরে ~
হিম হিম উষ্ণতায়, তোমার আঁচলের আদরে ~
মন চায় থাকি, দিনলিপির সব বাকী ~
অনাদায়ী প্রেমে, জড়িয়ে রাখি ~
গোধুলীর রঙ, ভোরের কুয়াশা, পৌষের দিনগুলি ~
তুমি হীন যেন, না যায় চলি ~ ।।
স্বপ্ন আঁকা, আদর মাখা, তোমার পাশাপাশি ~
জীবনের হাসিখুশি খেলা, খুনশুটি, কানামাছি ~
ছুঁয়ে যাক হৃদয়, প্রতিটি সময় ~
তোমার সান্নিধ্য হোক, প্রীতি মধুময় ।।
শীতের কাতরে, ভালবাসার আতরে, এই আমি, ~
তোমাকে চাই, পাশে যেন পাই, দিবসযামী ~
হাতের ছোঁয়ায়, মনের দোলায়, বাসনা এই ~
ফুল পাখীদের উৎসবে, প্রাপ্তির গৌরবে, বিষণ্ণতা নেই ।
ছুঁয়ে দিবে আধর, খুলে দিবে দোর ~
মনের আঙিণা জুড়ে ~
প্রাজাপতির ডানায়, বিচরণের বাহানায় ~
সুধা নিবো উড়ে উড়ে ।।।
শৈত্যপ্রবাহ লগনে, তোমায় চাই মনে ~
ভালবাসা গভীরে, শতভাগ নিবিড়ে ~
যত পাখী গায়, যত ফুল সুবাস ছড়ায় ~
তারও বেশি তোমার তরে, রাখিবো ভালবাসার নীড়ে ।।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৮/০১/২০২০
ঢাকা
১৪টি মন্তব্য
সুরাইয়া পারভীন
চমৎকার প্রেমময় কবিতা।
মুগ্ধতা অনিমেষ
কামরুল ইসলাম
ধন্যবাদ,
ভাল থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
শীতে এত এত প্রেম, চাওয়া পাওয়া। সুন্দর পূর্ণ হোক সকল চাওয়া। শুভ সকাল
কামরুল ইসলাম
ধন্যবাদ
শুভ দুপুর
ইসিয়াক
খুব সুন্দর।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
শৈত্যপ্রবাহ লগনে, তোমায় চাই মনে
ভালবাসা গভীরে, শতভাগ নিবিড়ে
যত পাখী গায়, যত ফুল সুবাস ছড়ায় …
বাহ, দারুণ বলেছেন।
ছবিটিও খুব সুন্দর 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
জিসান শা ইকরাম
প্রেমময় কবিতায় অনেক ভালো লাগা।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
শৈত্যপ্রবাহ লগনে, তোমায় চাই মনে ~
লেগেছে মনে তোমারি সনে।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সঞ্জয় মালাকার
চমৎকার প্রেমময় কবিতা।
মুগ্ধতা অনিমেষ, ভালো লাগলো খুব।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা