
অন্তহীন পথের যাত্রী আমি এক,
হেঁটে চলেছি যুগ থেকে যুগান্তরে।
কেনো হাঁটছি কোথায় হাঁটছি-
কিসের উপর ভর করে হাঁটছি?
পাইনি খুঁজে গন্তব্য।
কেবল হেঁটেই চলেছি আমি অন্তহীন পথে,
হেঁটেছি আমি পৃথিবীর আনাচে কানাচে,
উত্তর মেরু থেকে দক্ষিণ মরুতে।
কখনো হেঁটেছি আমি বৃত্তাকারে,
কখনো বা চক্রাকারে।
খুঁজতে গিয়ে জীবনের মানে,
ক্লান্তি নেমে এসেছে পথে।
শতস্রহস বছরের ক্লান্তি নিয়েও-
খুঁজে চলেছি আমি জীবনের মানে।
আকাশ, বাতাস,পাহাড়, সাগর
কোথাও রাখিনি খুঁজতে বাকি।
তবুও পাই নি খুঁজে জীবনের মানে,
পাইনি,পাইনি খুঁজে বাঁচার মানে।
২৫টি মন্তব্য
এস.জেড বাবু
খুঁজতে গিয়ে জীবনের মানে,
ক্লান্তি নেমে এসেছে পথে।
তবুও সাহস নিয়ে জীবনের মানে খুঁজার মধ্যেই সার্থকতা।
দারুন এক কবিতা, অপূর্ব
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
এই ছুটে চলাই জীবন, কে কোন পথে হাটছি সেটা হয়তো বিধাতাই নির্ধারণ করে দিচ্ছে। আর নির্ধারিত পথে হাটতেই থাকবো শেষ দিনটি পর্যন্ত। কবিতায় আধ্যাত্বিকতার ছোয়া আছে………শুভ কামনা সব সময়।
সুরাইয়া পারভীন
হুম ঠিক বলেছেন।বিধাতার নির্ধারিত পথেই হেঁটে চলেছি আমরা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই অন্তহীন পথের যাত্রী। ছুটে চলেছি অবিরত বিরামহীন। জীবনের মানে কেউ কি কখনো খুঁজে পেয়েছে? পেলে জানাবেন। শ
সুরাইয়া পারভীন
হয়তো কেউ পায় না,পায়নি খুঁজে জীবনের মানে।
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
ইকবাল কবীর
বাহ!! শিরোনামটাই তো খুব লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
অনবদ্য সৃষ্টি ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
পথিক পথ খুঁজে পাক, আপনার সকল মনোকামনা পূর্ণ হোক।
কবিতা ভালো লেগেছে আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“তবুও পাই নি খুঁজে জীবনের মানে,
পাইনি,পাইনি খুঁজে বাঁচার মানে।”
মানুষ বাঁচে আশায়
বাঁচে ভালবাসায়।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম তাই দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
দিদি পথিক পথ খুঁজে পাক, আপনার সকল মনোকামনা পূর্ণ হোক শুভ কামনা।
খুঁজতে গিয়ে জীবনের মানে,
ক্লান্তি নেমে এসেছে পথে।
শতস্রহস বছরের ক্লান্তি নিয়েও-
খুঁজে চলেছি আমি জীবনের মানে।
অসাধারণ লেখা দিদি, শুভ কামনা জানাবেন ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি সকাল বেলার শুভেচ্ছা, শুভ সকাল।
ছাইরাছ হেলাল
এ খোঁজ চিরন্তন, নিরন্তর,
তবুও পথিক পথকেই বেছে নেয়।
সুরাইয়া পারভীন
একদম তাই। পথই পথিকের ঠিকানা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
খুব সুন্দর কবিতা ।
শুভকামনা জানবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
একদিন ঠিকই খুঁজে পাওয়া যাবে হয়ত গন্তব্য,
অন্তহীন এই খোঁজা খুঁজি।
কবিতা ভাল হয়েছে।
সুরাইয়া পারভীন
সেই আশাতেই বুক বেঁধেছে
তাই অজস্র ক্লান্তি নিয়েও
ছুটে চলেছে নিরন্তর
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
দেবজ্যোতি কাজল
মোটামোটি ভাল লেগেছে আমার
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়