
১,
মোহনায় গেছে মিলে, স্বপ্নের বিভোরে ~
প্রাণে প্রাণে একাত্মায়, দৃষ্টিত অগোচরে ~
ঝরা বৃষ্টির উষ্ণতায়, ভিজে গেছে মন ~
ভালবাসার সম্ভারে, জীবনের সব আয়োজন ~
হাতে হাত ধরে, অনাদায়ি পথ চলা ~
মনের দৃষ্টিতে, স্বপ্ন ভরা সৃষ্টিতে, সুফলা ।।
২,
আলোয় রাঙা ভোরে, ঝরা শিউলী ফুলে ~
বিনা সুতায় গাঁথবো মালা, দুজনে হাতে তুলে ~
সুবাস মাখবো মনে, ভালবাসার যতনে ~
আকাশ ছুঁবো, বাতাস ছুঁবো, স্বপ্ন ভরা নয়নে ~
গোধুলী বেলা, নীড়ে ফেরা পাখীর ডানার ক্লান্তিতে ~
আমরা না হয় খুঁজে নিবো, এক নিশিতের শান্তিতে ।।
৩,
বিশ্বাসের নিঃশ্বাস রাখি, তোমার উষ্ণ বুকে ~
রাত গভীরে, চরম প্রাপ্তিতে, পরম সুখে ~
বিলীন হই, ভাঙি-গড়ি , এই হৃদয় ~
স্বপ্ন ডিঙা জলে ভাসাই, দুজনে নিশ্চয় ~
তুমি জড়িয়ে রাখো, অষ্টে পৃষ্টে, মায়া ভরা আঁচলে ~
আমি শান্ত হই, নিবিড় থাকি, মাথা রেখে তোমার কোলে ।।
রচনা কাল ঃ ৩০/১২/২০১৯
ঢাকা ।
৮টি মন্তব্য
নাজমুল হুদা
ভালোবাসা আর কল্পনায় ভরে উঠুক বিশ্ব।
ভাবনার বিকল্প নাই ভাবনা হোক কবিতার।
ধন্যবাদ ভাইয়া 💞 নতুন বছরের শুভেচ্ছা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
হ্যাপি নিউ ইয়ার ২০২০ এর শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও! কল্পনা আর আবেগের চরম বহিঃপ্রকাশ। সকল কল্পনা বাস্তবে ধরা দিক এই কামনায় রইলাম
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা সহ,
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা
সুরাইয়া পারভীন
সবগুলোই সুন্দর। তিন নম্বরটা বেশিই সুন্দর প্লাস রোমান্টিকও বটে। চমৎকার প্রকাশ
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা ও
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
নতুন বছরের শুভেচ্ছা