আমি তাই

কামরুল ইসলাম ২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:৫৮:০৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

শশী হীন ঘোর রজনীতে,পূর্ন অবকাশে…
মৃদু মন্দ ভাবনার বাতাসে…
অলস কর্ণে যদি ধ্বনিত হয় যত চেনা কন্ঠ ধ্বনি…
শাঁখে না ফুটুক ফুল,বৃক্ষে পাতা…
সবুজ মাঠ বর্নহীন,স্মরীয় এমনি…!
সব গান সব প্রাণ তব দ্বারে…
মিশে যায় যাক…
তব রচিত গান প্রাণ স্বপ্নের দানে…
চির সজীব থাক…!
পথ ভুলে না হয় শুনেছো…
পথিকের কন্ঠ ধ্বনি …
হারায় হারাক খনিকের পথিক…
চিনা থাক পথ খানি…!
এ দুয়ার চির খোলা…
যে আজন্মো আপন ভোলা…
আপনারে আপনি বাঁধিবো বৃত্তে…
যত ঝর আসুক চিত্তে…!
যা দিলাম আমি তাই…
এর বেশি মোর দেওয়া নাই…
তা যদি জলে পড়ে ,হবে কচুরী পানা…
যদি ডাঙ্গায় পড়ে, হয় হোক আবর্জনা….
আর যদি পড়ে……….!!

****************************

৫৩৩জন ৪৫৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ