
ছোট্ট জীবন মোহনায়
ছায়া ফেলে যায়
ছায়া রেখে যায়
এক বিমূর্ত শিল্পী…
অসাধারণ ব্যক্তি মানসে
অসাধারণ স্বচ্ছ মননে
ব্যক্তিবিশেষের সব দুখ
এক তুড়িতেই উড়িয়ে দেয় সে…
শ্রদ্ধা উঠে আসে গভীর হতে
ভালোবাসার প্রতীক সে আপনেই গড়ে
আসন নিয়ে নেয় অদৃশ্য বাঁধনে
অতিমানব সে সুখের ভুবনে…
জন্মদিন এসে তার মহিমা বাড়ায়
জন্ম প্রহরে তার খুশীর ফোয়ারায়
হাসি আনন্দ গানের উচ্ছলতায়
দোয়া করি বেঁচে থাকুন স্বপ্নময়তায়…
জাকিয়া জেসমিন যূথী
২৫-১২-২০১৯ রাত ১০টা
নোটঃ জন্মদিনের শুভেচ্ছায় ইকরাম ভাইয়ের জন্য জানাই শ্রদ্ধা। অসাধারণ এক মননের মানুষটির ছত্রছায়ায় এসে আমি ধন্য হয়েছি। কৃতজ্ঞতা জানানোর শেষ নেই… বড় ভাইয়ের তৃষ্ণা মিটেছে যাকে পেয়ে, যার সাথে কথা বললে মনের সব মেঘ কেটে যায়, তার জন্য একটু কবিতার প্রয়াস।
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
জন্মদিনের শুভেচ্ছা ভাইয়াকে
জিসান শা ইকরাম
ধন্যবাদ মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আমি খুব অসহায়ের মাঝে আছি। কারণ নতুন চাকুরীতে সব কিছু কম্পিউটারে করতে পারিনা। ো সাহস কুলায়না। বুদ্ধি কম হলে যা হই। আর আমি নিশ্চুপ ও নিরিবিলি পরিবেশ ছাড়া কিছুই করতে পারিনা।
নাজমুল হুদা
শুভ জন্মদিন ভাইয়াকে
জিসান শা ইকরাম
ধন্যবাদ নাজমুল।
সুরাইয়া পারভীন
শুভ জন্মদিন ভাইয়া
চমৎকার উপস্থাপন
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
সুপায়ন বড়ুয়া
কবিতায় জন্মদিন !
ভাগ্যবান ভাইজানের সৌজন্যে ভালই হলো
শুভ কামনা !
জিসান শা ইকরাম
ধন্যবাদ দাদা
তৌহিদ
জন্মদিনের সুন্দর কবিতা পড়লাম। শুভকামনা। জিসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ তৌহিদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে কবিতা। ধন্যবাদ তোমাকে। ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা
জিসান শা ইকরাম
ধন্যবাদ সুপর্ণা
সাবিনা ইয়াসমিন
কবিতার প্রয়াস ভালো লাগলো খুব। কার্ডটাও সুন্দর হয়েছে।
জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা তাকে।
আপনাকেও শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে সাবিনা ইয়াসমিন
নুরহোসেন
জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই
নিতাই বাবু
শ্রদ্ধেয় জিসান শা ইকরাম দাদার শুভ জন্মদিনে শুভকামনা থাকলো। সাথে “জাকিয়া জেসমিন যূথী” দিদিকেও।
জিসান শা ইকরাম
ধন্যবাদ দাদা
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা তাঁকে।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা হেলাল
ইসিয়াক
শুভ জন্মদিন ভাইয়া
জিসান শা ইকরাম
ধন্যবাদ ইসিয়াক ভাই।
জিসান শা ইকরাম
আপনার এই পোস্টের মাধ্যমে আমার প্রতি আপনার অসীম শ্রদ্ধাই প্রকাশ পেয়েছে।
মাত্র অল্প কয়েকদিনের পরিচয় আপনার সাথে, একদিনেই বড় ভাই এর স্থানে প্রতিষ্ঠিত করেছেন আমাকে। আমিও পেয়েছি আপনার মত হাসি খুশিতে মোরানো একজন ছোট বোন।
আপনার ছাত্র আমি, আমার শিক্ষক হয়েও যে শ্রদ্ধা আপনি করেন আমাকে, তা অনুভব করে আমি বাকরুদ্ধ হয়ে যাই। এই কবিতা এবং শুভেচ্ছা কার্ডের মাধ্যমেই ফুটে উঠেছে আমার প্রতি আপনার মনোভাব।
অনেক অনেক শ্নেহ, ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার জন্য।