“জন্মপ্রহরে শুভেচ্ছায়…”

জাকিয়া জেসমিন যূথী ২৫ ডিসেম্বর ২০১৯, বুধবার, ১০:৫৫:৫৮অপরাহ্ন শুভেচ্ছা ২৪ মন্তব্য

ছোট্ট জীবন মোহনায়
ছায়া ফেলে যায়
ছায়া রেখে যায়
এক বিমূর্ত শিল্পী…

অসাধারণ ব্যক্তি মানসে
অসাধারণ স্বচ্ছ মননে
ব্যক্তিবিশেষের সব দুখ
এক তুড়িতেই উড়িয়ে দেয় সে…

শ্রদ্ধা উঠে আসে গভীর হতে
ভালোবাসার প্রতীক সে আপনেই গড়ে
আসন নিয়ে নেয় অদৃশ্য বাঁধনে
অতিমানব সে সুখের ভুবনে…

জন্মদিন এসে তার মহিমা বাড়ায়
জন্ম প্রহরে তার খুশীর ফোয়ারায়
হাসি আনন্দ গানের উচ্ছলতায়
দোয়া করি বেঁচে থাকুন স্বপ্নময়তায়…

 

জাকিয়া জেসমিন যূথী

২৫-১২-২০১৯ রাত ১০টা

 

নোটঃ জন্মদিনের শুভেচ্ছায় ইকরাম ভাইয়ের জন্য জানাই শ্রদ্ধা। অসাধারণ এক মননের মানুষটির ছত্রছায়ায় এসে আমি ধন্য হয়েছি। কৃতজ্ঞতা জানানোর শেষ নেই… বড় ভাইয়ের তৃষ্ণা মিটেছে যাকে পেয়ে, যার সাথে কথা বললে মনের সব মেঘ কেটে যায়, তার জন্য একটু কবিতার প্রয়াস।

৫৮৩জন ৪৪০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ