
কেউ না চাইলেও সময় বয়ে যায়…
গাছের বয়স্ক পাতারা ঝরে যায়।
দিন শেষে সূর্য অস্ত যায়…
আগের মতো এখন আর কারণে অকারণে
তীব্র প্রতিক্রিয়ায় দেখাতে ইচ্ছা করে না।
আপনজনের দেয়া অনেক ভারী কষ্টগুলো ও
কেন জানি এখন আর কষ্ট মনে হয়না।
অভিব্যক্তিগুলো থমকে গেছে
নিষ্পলক তাকিয়ে থাকতে বেশী ভালো লাগে ।
মনের কোনে কোথায় যেন স্থবিরতা
বাসা বেধেছে খুব করে….
এখন জীবনের ভুলগুলো নিয়ে বড্ড
অনুশোচনা হয়……
আজকাল কেবলি
আমার মনে হয়,
ঝরা পাতাদের মতো
ঝরে যাবার সময় এসে গেছে হয়তো..।
কেজানে ?
১২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“কেউ না চাইলেও সময় বয়ে যায়…
গাছের বয়স্ক পাতারা ঝরে যায়।
দিন শেষে সূর্য অস্ত যায়…“
অসাধারণ !
আপনার জীবন মঙল পূর্ণময়।
শুভ কামনা
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা জানবেন দাদা।
বড়দিনের শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ভালো থাকুন সবসময়। সময় বলে দিবে কার কখন যাবার সময় আসবে। এ নিয়ে ভাবলে কষ্টই বাড়বে। ধন্যবাদ শুভ বড়দিন
ইসিয়াক
ভালো থাকুন দিদি । সুস্থ থাকুন।
বড়দিনের শুভেচ্ছা জানবেন।
নিতাই বাবু
ঠিক তা-ই! নিজের মনে ধৈর্য বৃদ্ধি পেয়েছে। তাই কষ্টকে কষ্ট মনে হয় না। নীরবে সয়ে যাই।
ইসিয়াক
প্রিয় দাদা অনেক অনেক শুভকামনা রইলো।
শুভ বড়দিন।
সুরাইয়া পারভীন
একটা সময় মানুষ এমন অনুভূতি হীন হয়ে যায়। সময়ের সাথে সাথে অনুভূতিরা নিষ্প্রাণ হয়ে যায়। তখন আর কারো দেয়া দুঃখ কষ্ট ছুঁতে পারে না। চমৎকার উপস্থাপন
ইসিয়াক
চমৎকার মন্তব্যে মুগ্ধতা ছুঁয়ে গেলো ।
বড়দিনের শুভেচ্ছা রইলো।
তৌহিদ
এই যে ভাইজান আমাদের ছেড়ে এত সহজে চলে যাবার কথা বলতে পারলেন? দুঃখ পেলাম ভীষণ।
ভালো থাকবেন সবসময়।
ইসিয়াক
আরে না না ভাইয়া কি যে বলেন আমি ছেড়ে যাবো কেন? তাড়িয়ে দিলেও যাবো না। হা হা হা …..
শুভকামনা রইলো। ভালো থাকুন। সুস্থ থাকুন।
নুরহোসেন
উস্তাদ ব্লগার মিলনে গিয়েছিলেন?
ইসিয়াক
সব কিছু কি আর মুখে বলা যায় , বুঝে নিতে হয় ।
শুভকামনা।