
তোমায় দেখেছি সেথা, দু নয়নে
মোর মুগদ্ধ মননে
পড়ন্ত বিকেলে
বকুল অঙ্গি তলে
নির্জনে, এলোকেশে
নিরবে নিভৃতি বসে
তানপুরা আঙুরী নেড়ে নেড়ে
আপন অনুরাগের তালে তালে
প্রকৃতির সজিবতার ভীড়ে
সুরেলা স্বরে, গেয়েছিলে
” তুমি মোর বাতায়ন তলে
একবার এসে দেখো হে প্রিয়
তব অনুরাগে কত সাড়া মোর
স্বপ্ন আর ভাবনায়, ভাবনীয় “।
সেই সুর কত টুকু গিয়েছিল জানি
মর্মে মর্মে চিত্তে মোর বাজিল আপনি
তারই সাথে কোন সুদুরে কোকিল বসে
অজান্তে অংশ নিয়েছে একাত্ম বেশে।
আজি তাই রচিতে চাই, নব করে
তব প্রেম হীন বৃথা মোর জীবন, ভুঘরে ।
৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
দেখছি তাকে নদীর ধারে
ঘুরে বেড়ায় বন বিহারে।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া। শুভ বড়দিন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
বড় দিনের শুভেচ্ছা
সুরাইয়া পারভীন
তুমি মোর বাতায়ন তলে
একবার এসে দেখো হে প্রিয়
তব অনুরাগে কত সাড়া মোর
স্বপ্ন আর ভাবনায়, ভাবনীয় “।
চমৎকার প্রকাশ
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু