
হিম হিম জোছনায়, কুয়াশা এলো নেমে ~
রাতের দ্বিপ্রহরে, জাগি মুঠোফোনের প্রেমে ~
সাঁঝ সাঁঝ আকাশে, মেঘের লুকোচুরিতে চাঁদ ~
স্বপ্ন গুলো উঠে জেগে, ভেঙে সীমানার বাঁধ ~
বিনা তারে কথা বলি, সংগোপনে বাঁধি ঘর ~
নিঝুম রাতে, জোনাকীর দলে, তুমি হলে সহচর ~
নিস্তব্দতা বাড়ে, গাঢ় হয় প্রেম, তুমি আসো আরো গভীরে ~
হারাই যেন, অনাদায়ি জীবনে, স্বরচিত স্বপ্নের ভীড়ে ~
ছুঁয়ে যায় মন, বনলতার দেশে, উষ্ণ প্রেমের গানে ~
চার দেয়ালের নিঃসঙ্গতা, স্বপ্নভূক প্রাণে, তোমায় শুধু কাছে টানে ~
ছুঁই ছুঁই যেন, আলতা রাঙা অধর, রেশমী চুলের ঘ্রাণে ~
এ কোন টান, শতজনমের প্রাণ, ভাসে অথৈ বাণে ~
ভোর হয়, আলো ছড়ায়, জানালার ফাঁকে রবি ~
ফুরায় না লেনদেন, জীবনের ধ্যান জ্ঞান, বাকী যেনো সবই ~
এক রাত্রি নয়, চাই আরো প্রণয়, অনাদায়ি জীবনের সহচর ~
স্বপ্নে গড়া, সুখে ভরা, এক জীবনের বাসর ।
রচনা কাল ঃ ১২/১২/২০১৯
ঢাকা
১৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“এক রাত্রি নয়, চাই আরো প্রণয়, অনাদায়ি জীবনের সহচর ~
স্বপ্নে গড়া, সুখে ভরা, এক জীবনের বাসর । “
এক বাসরে ফুরায় না রাত
করো জীবন পাত !
শুভ কামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা ভাই
সুপর্ণা ফাল্গুনী
প্রণয়ের আকাঙ্ক্ষা থেমে যায় না, বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা আপু
সৈকত দে
অনেক সুন্দর
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
চাওয়া গুলো পূর্ণতা পাক
একরাত নয় আমৃত্যু সবগুলো রাত হোক প্রণয়ের
চমৎকার উপস্থাপন
কামরুল ইসলাম
ধন্যবাদ, অনেক সুন্দর মন্তব্য করেছেন
শুভ কামনা জানাই
ইসিয়াক
চমৎকার ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
জিসান শা ইকরাম
খুবই ভাল লেগেছে কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
ইকবাল কবীর
ভালো লিখেছেন। শুভ কামনা রইল।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
নুরহোসেন
বিনা তারে কথা বলি, সংগোপনে বাঁধি ঘর ~
নিঝুম রাতে, জোনাকীর দলে, তুমি হলে সহচর ~
মাথার উপর দিয়ে গেলো, আবার পড়ছি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
মাথার ভিতরে রাইখেন ভাই,
উপর দিয়ে ছেড়ে দিয়েন না,
হাহাহা
সাবিনা ইয়াসমিন
ভালো লাগলো কবিতাটি।
এতো সিম্বোলিক দেয়ার কারন বুঝলাম না। এটা কি সুরে সুরে আবৃত্তি করতে হবে? গীতিকবিতা লিখেছেন নাকি কামরুল ভাই?
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
ছন্দ কবিতা লিখেছি,
পৃথক লাইন বুঝার জন্য এগুলো ব্যবহার করেছি মাত্র