
একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা, ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম পৌছে গিয়েছি ………….
ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।
স্টেশনের অবস্থানঃ এই স্টেশন ঢাকার বনানী থানার অন্তর্গত।
(২) চট্টগ্রাম যাওয়ার পণ যেহেতু করেছি, এখন আমাদের একটাই কাজ এই পথে শুধুই হেটে চলা………..
(৩) মাঝে মাঝে ট্রেনের আসা যাওয়া না থাকলে টায়ার্ড লাগে।
(৪/৫) আরো একজনের দেখা পাইলাম রেল লাইন ধরে চট্টগ্রামের দিকে হেটে চলছে……….
(৬/৭) একটু জিরিয়ে নেওয়াও ক্ষিধা মিটিয়ে নেওয়া একই সাথে চালিয়ে গেলাম।
(৮) ব্রড গেজ আর মিটার গেজ লাইন এই এলাকায় সমান্তরাল ভাবে চলে গেছে।
(৯) সামনে রেল লাইনে বিশাল এক বাঁক
(১০) বাঁকের পরেই হাইওয়ে রোড।
(১১) একটা ঘুঘু পাখির সাথে দেখা হয়ে গেল গাছের ডালে।
(১২) তেজগাঁও থেকে বনানির দূরত্ব খুব একটা বেশী না, তাই খুব তাড়াতাড়িই বনানীতে পৌছে গেলাম। তাই খুব বেশী ছবিও তোলা হয়ে উঠেনি।
(১৩) কিছু যাত্রী দেখলাম আগেই সিট দখল করে বসে আছে 😀
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ঘুঘুর ছবিটি অনেক অনেক সুন্দর।
রেল লাইন চলে সমান্তরাল।
কামাল উদ্দিন
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই ?
নিতাই বাবু
আপনার যেকোনো পোস্টের ছবিগুলো খুবই সুন্দর লাগে। তাই সুন্দর ছবির জন্য, আর মনমাতানো লেখনীর জন্য আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
কামাল উদ্দিন
লেখনির ব্যাপারে আপনার ধারে কাছেও আমি নেই দাদা, তবু আপনাদের এমন উৎসাহ পেতে ভালো লাগে।
সুপায়ন বড়ুয়া
সত্যিই তো পাগলের ও
সৃস্টিশীল কাজ থাকে
অসাধারন ! বিজয়ী শুভেচ্ছা
কামাল উদ্দিন
পাগলামীকে সৃষ্টিশীলতা আছে এটা আমি অবশ্যই স্বীকার করি………শুভ কামনা জানবেন দাদা।
তৌহিদ
৪,৫ দুটি অসাধারণ ছবি। খুব ভালো হয়েছে।
আপনার অন্যান্য ভ্রমণ গল্পের মতো এটিও অনেক সুন্দর একটি পোষ্ট।
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন তৌহিদ ভাই
জিসান শা ইকরাম
ট্রেনের বাঁক আমার খুবই ভালো লাগে।
এরপরেই মনে হয় বিমানবন্দর 🙂
হাঁটছি আপনার সাথেই,
কামাল উদ্দিন
আর সেই বাঁকে যদি চলন্ত ট্রেন থাকে তাহলে তো কথাই নেই………শুভ কামনা জানবেন।
নুর হোসেন
গাছ ফড়িং রেললাইনে কি করছে?
সম্ভবত ট্রেনের সাথে দৌড় প্রতিযোগিতা আছে।
ঘুঘুটা জীবন্ত মনে হচ্ছে!
বাকি সব ছবিও চমৎকার হয়েছে।
যাইহোক, আবার এরকম পাগলামীর শখ হলে কাফেলা হিসেবে আমাকেও সাথে নিবেন কেমন।
কামাল উদ্দিন
আর সেই প্রতিযোগিতায় ট্রেন মনে হয় ফেল করছে, কারণ ওকে দেখছি কিন্তু ট্রেন তো দেখিনি 😀
সুরাইয়া পারভিন
চমৎকার সব ছবি গুলো। উপস্থাপন ও দুর্দান্ত
সব মিলিয়ে দারুণ
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, এমন মন্তব্যে উৎসাহ পাই ব্যাপক………..শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
ফাঁকা রেল লাইন দেখতে আমার ভালো লাগে। কেন লাগে, তা জানি না। কিন্তু ভালো লাগে।
ননস্টপ হেটে গেলে ঢাকা থেকে চিটাগং পৌঁছুতে আনুমানিক কয়দিন লাগে?
৪/৫ ছবির ঘাস ফড়িং টার অরিজিনাল নাম কি? অনেকে বলে এটা ঘোড়া ফড়িং 😀😀
কামাল উদ্দিন
আমার কিন্তু লেগেছিল ১৫ দিন। শরীরে শক্তি থাকলে ননষ্টপ হাটতে পারলে ১০/১২ দিনেই সম্ভব। এটার আসল নান জানিনা আপু…….শুভেচ্ছা জানবেন।
আরজু মুক্তা
পৃথিবীর পথ ধরে হাঁটিতেছি আমি। ক্লান্ত পথিক।
ভালো লাগলো।
কামাল উদ্দিন
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি……শুভ কামনা জানবেন আপু।
মনির হোসেন মমি
চমৎকার ছবি সহ বর্ননা। ৪/৫ ছবিটা বেষ্ট সর্ট।
কামাল উদ্দিন
ধন্যবাদ মমি ভাই, আপনাদের ছবিতে এমন মার্কিং অবশ্যই আমাকে উৎসাহ যোগাবে।