
মধ্যে রাতে,
এক শূন্য ঘরে,
তামাক পাতা পুড়তে পুড়তে ছাইপাঁশ।
তোমার স্মৃতির ধোয়াই পরিপূর্ণ চারপাশ।
মাঝ দুপুরে,
এক শূন্য থালে,
হৃদয় পোড়া অশ্রু শিশিরের গড়াগড়ি।
তোমার চুড়ির ঝাঁকুনি বাজে এলোপাতাড়ি।
সন্ধ্যে ক্ষণে,
এক শূন্য বাড়িতে,
কেরোসিনের সংকটে দেহপিঞ্জর নিবুনিবু জ্বলে।
তোমার নামাজরূপী ছবিখানা জায়নামাজে দোলে।
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
ভালোবাসার মানুষকে হারানোর শোক ভুলে যাওয়া কঠিন, ক্ষণে ক্ষণে তাকে মনে পড়ে।
নৃ মাসুদ রানা
সেরকমই, কখনো ভোলা সম্ভব নয়..
কামাল উদ্দিন
হুমম
ছাইরাছ হেলাল
এমন স্মৃতিচারণ সত্যিই কষ্টের।
নৃ মাসুদ রানা
প্রকৃত কষ্টের…
অনন্য অর্ণব
Memories never die…😭😭
নৃ মাসুদ রানা
Yes,, This is absulately right
সঞ্জয় মালাকার
ভালোবাসার মানুষকে হারানোর শোক ভুলে যাওয়া কঠিন,
প্রতিক্ষণ’ই মনে পড়ে তাকে,।
মা আমার স্বর্গ।
নৃ মাসুদ রানা
আসলেই, সর্বক্ষণেই মনে পরে
সুরাইয়া পারভিন
স্মৃতি যেনো আমার এ হৃদয়ে
বেদনার রঙে রঙে ছবি আঁকে
স্মৃতি মুছে ফেলা যায় না
নৃ মাসুদ রানা
হুমম, একদম সেরকমই
নুর হোসেন
কোটি টাকা খরচ করে সব কিছু বদলানো সম্ভব স্মৃতি নয়।
নৃ মাসুদ রানা
এই একটা মাত্র জ্বালাতন…
জিসান শা ইকরাম
কস্টের স্মৃতি মনে আসবেই।
ভালো হয়েছে আর্তনাদ।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়,
মোঃ মজিবর রহমান
স্রতি জাগানিয়া ভাল লাগল।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
মাহবুবুল আলম
দেহপোড়া আর্তনাদ ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন!
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, আপনার মন্তব্যেে খুশি হলাম
এস.জেড বাবু
চমৎকার বিয়োগের বিরহ তুলে ধরেছেন,
আপনি কবিতাও অনেক সুন্দর লিখেন। বাহ্
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
রেহানা বীথি
স্মৃতি ভোলা যায় না আজীবন।
ভালো লিখেছেন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ।