
আজও তুমি জেগে ভৈবের জ্যোৎস্নাকাশে,
অপলক নেত্রে অন্ধকার উজিয়ে
আমার স্বপ্নের চার দেয়ালে নিদ্রাহীন চোকে।
তুমি আজও জেগে উন্মাতাল অনুভবে
আমার কবিতার প্রতিটা শব্দে,
তুমি আনন্দ জ্যোতি দুটি চোখে।
তুমি আজও অতীতের মতন আসর অমরতা
সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে, সৌরভের প্রতিচ্ছবিতে,
প্রবণ বৈকালিক সশব্দ অস্থিরতা।
তুমি আজও জেগে উঠো সাদা কাগজে কবিতায় শব্দ শিহরণে,
হঠাৎ আলোর বিবরণে!
লাজুক মস্তিষ্কে আত্নহত্যার আহুতি অকারণে।
তোমায় এঁকে চলে হৃদয় হঠাৎ আলোর স্পন্দিত সৌরভে,
অনন্ত – নিদ্রার চোখে,
তোমায় ভালোবেসে বন্দী আমি কবিতার প্রতিটা শব্দে।
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর কবিতা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি।
মোঃ মজিবর রহমান
লাজুক মস্তিষ্কে আত্নহত্যার আহুতি অকারণে।৷ বালাই ষাট ভাল বেসে য@ই ভালই থেকে কবিটার আবেশে
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
মোঃ মজিবর রহমান
❤💟
সঞ্জয় মালাকার
🌹🌹শুভেচ্ছা দাদা
কামাল উদ্দিন
সত্যিকার প্রেম তো এমন অমর হতেই পারে, কবি্তায় ভালোলাগা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালোবাসা, ভালো লাগা অফুরন্ত।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল আন্তরিক শুভেচ্ছা দাদা।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা দাদা,
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
দাদা দিনকেদিন আপনার শব্দের ব্যবহার মুগ্ধ করছে। সেই প্রথম দিককার লেখা আর এখনকার লেখার মাঝে বিস্তর ফারাক কিন্তু। এইতো চাই। সোনেলায় আপনার লেখাগুলি পাঠকদের মুগ্ধ করছে বারংবার
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে তৌহিদ ভাই,অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবে।
আর আজকের যাকিছু তা হলো আপনাদের ভালোবাসা, আপনাদের কাছেথেকে পাওয়া শিক্ষা।আমিও শেখার চেষ্টা চালাচ্ছি প্রতিদিন।
শুভ কামনা🌹🌹
ছাইরাছ হেলাল
আপনার এমন শব্দবহুল প্রেমের কবিতা দেখে খুব ভাল লাগল।
এটি একটি অন্যরকম লেখা।
চলুক।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
আজকের যাকিছু সবিত আপনাদের ভালোবাসায়, আপনাদের কাছে শেখা।
শুভ কামনা 🌹
সুরাইয়া পারভিন
ভালোবাসা সে তো থেকেই যায় যুগে যুগে প্রেমিকের হৃদয়ে। কখনো সে অনুভবে কাছে আসে, বাতাস হয়ে ছুঁয়ে যায়।কখনো সে শব্দে শব্দে কবিতা হয়ে ধরা দেয় কবি’র খাতায়
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি ভালো লাগা অফুরন্ত।
মন্তব্যে মুগ্ধতা,
সে অনুভবে কাছে আসা আর কিছুই না, শব্দ আর সাদা কাগজে সবি’ই মিথ্যা।
শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
“তুমি আজও জেগে উঠো সাদা কাগজে কবিতায় শব্দ শিহরণে,
হঠাৎ আলোর বিবরণে!”
প্রেম যে এমনই। ভাল থাকবেন! শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
তুমি আজও জেগে উন্মাতাল অনুভবে
আমার কবিতার প্রতিটা শব্দে,
তুমি টা ধন্য হয়ে গেল যে ভাইজান।
চমৎকার গাঁথুনী
সঞ্জয় মালাকার
মন্তব্যে মুগ্ধতা ভাইজান,
অজস্র ধন্যবাদ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
সুপায়ন বড়ুয়া
তোমায় ভালোবেসে বন্দী আমি কবিতার প্রতিটা শব্দে।
ভালই হলো
কজনাই বা পারে ভালবাসতে
কবিতায় বন্দী থাকতে !
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
মন্তব্যে মুগ্ধতা ও শুভ কামনা।
নৃ মাসুদ রানা
নিদ্রার চোখে,
তোমায় ভালোবেসে বন্দী আমি কবিতার প্রতিটা শব্দে।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন শুভ কামনা🌹🌹
নুর হোসেন
চমৎকার লিখেছেন, ভাল লাগলো।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা ভালো লাগা অফুরন্ত,।
বিজয়ের সোনালী শুভেচ্ছা।
শুভ মালাকার
তোমায় ভালোবেসে বন্দী আমি কবিতার প্রতিটা শব্দে।
**** কখনো কখনো শব্দ নামক শব্দে “শব্দ” অপেক্ষা অধিক তাৎপর্য প্রকাশিত হয়, যা আপনি প্রকাশ করেছেন।
সঞ্জয় মালাকার
সুন্দর মন্তব্যের জন্য আপনা অসংখ্য ধন্যবাদ,
আপনার জন্য শুভ কামনা ভাইটু।