জ্যোৎস্নাকাশে

সঞ্জয় মালাকার ৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০২:০৮:০১পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

আজও তুমি জেগে ভৈবের জ্যোৎস্নাকাশে,
অপলক নেত্রে অন্ধকার উজিয়ে
আমার স্বপ্নের চার দেয়ালে নিদ্রাহীন চোকে।

তুমি আজও জেগে উন্মাতাল অনুভবে
আমার কবিতার প্রতিটা শব্দে,
তুমি আনন্দ জ্যোতি দুটি চোখে।

তুমি আজও অতীতের মতন আসর অমরতা
সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে, সৌরভের প্রতিচ্ছবিতে,
প্রবণ বৈকালিক সশব্দ অস্থিরতা।

তুমি আজও জেগে উঠো সাদা কাগজে কবিতায় শব্দ শিহরণে,
হঠাৎ আলোর বিবরণে!
লাজুক মস্তিষ্কে আত্নহত্যার আহুতি অকারণে।

তোমায় এঁকে চলে হৃদয় হঠাৎ আলোর স্পন্দিত সৌরভে,
অনন্ত – নিদ্রার চোখে,
তোমায় ভালোবেসে বন্দী আমি কবিতার প্রতিটা শব্দে।

১০১৯জন ৮৫৭জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ