
কিছু কথা ছিলো।
হিমু – হুমম, বলুন।
রুপা – সিগারেট?
হিমু – প্রতিদিন এক প্যাকেট।
রুপা – অন্য কোন নেশা আছে? মানে…
হিমু – হুমম, একদম ঠিক ধরেছেন। সপ্তাহে দু-তিনবার হিরোইন, মদ আর গাঁজা…।
রুপা – আর কিছু আছে?
হিমু – নেশা উঠলে মাথা ঠিক থাকে না।
রুপা – প্রেমটেম করেন নাকি?
হিমু – করতাম। দেড়মাস হলো ছ্যাঁকা খেয়েছি।
রুপা – এজন্যই কি…?
হিমু – হুমম, এজন্যই চুল দাঁড়ি কিছুই কাটা হয়না।
রুপা – পাঞ্জাবি কি একটাই?
হিমু – না। আরও কয়েকটি আছে। কিন্তু…।
রুপা – স্পেশাল কোন কারণ?
হিমু – এটা আমার সর্বশেষ গার্লফ্রেন্ডের দেওয়া।
রুপা – তাই বলে কি ময়লা, জীর্ণশীর্ণ, ছেঁড়া পাঞ্জাবি পরতে হবে?
হিমু – আসলে আমি তাকে পাগলের মতো…।
রুপা – প্রিয় রং?
হিমু – হলুদ।
রুপা – বুঝলাম। রাজনীতি করেন?
হিমু – আগে করতাম।
রুপা – বাদ দিলেন কেন?
হিমু – শুধু শুধু জেল খাটতে হয়।
রুপা – চেহারার অবস্থা এমন কেন?
হিমু – এমনই ভালো লাগে।
রুপা – এতো রোগা হলেন কি করে?
হিমু – সহজ কথাটা বুঝলেন না। শোকে, প্রেমের নেশায় পুড়ে পুড়ে।
রুপা – আর এতো কালো হলেন কি করে?
হিমু – সারাদিন রৌদ্রে ঘুরে বেড়াই। সাবান সোডা কিছুই…।
রুপা – শরীরের অবস্থা এমন কেন?
হিমু – শেষ কবে গোসল করেছি মনে নেই।
রুপা – পকেটে কি?
হিমু – ডায়েরি।
রুপা – ডায়েরি কেন?
হিমু – টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।
রুপা – বেশ ভালো। একটা কথা বলতে চাই।
হিমু – এতো কথা বললেন। আর…। ঠিক আছে বলুন।
রুপা – আমি আপনাকে ভালোবাসি। আপনি কি…?
হিমু – মানে কি? আমার মতো জঘন্য, মাতাল একটা মানুষকে আপনি ভালোবাসতে যাবেন কেন?
রুপা – শুধু ভালোবাসবো না। প্রেমও করবো।
হিমু – আমার সাথে…? হাসালেন( হা হা হা)।
রুপা – হুমম, আগে খারাপ মানুষটাকে ভালো করবো তারপর পাগলটাকে মানুষ করবো। এরপর প্রেম করবো। তার আগে প্রেমের কথা বললে গলা টিপে…।
হিমু – আপনি কিন্তু ভুল করছেন। প্লিজ ভেবে দেখুন। পরে কিন্তু কোন দোষ…।
ছবিঃ সংগৃহীত ও এডিটিং করা
২৩টি মন্তব্য
সুরাইয়া পারভিন
রূপারা এমন পাগলদের প্রেমেই কেনো পড়ে?
সুন্দর ছিলো কথোপকথন
নৃ মাসুদ রানা
জানিনা, তবে রুপারা এরকমই..
অনন্য অর্ণব
কারণ রূপারা ভালোবাসার চায়, আর ভালোবাসতে জানে বলেই তো হিমু রা আজীবন পাগল🤔
নৃ মাসুদ রানা
একদম ঠিক বলেছেন প্রিয়..
ছাইরাছ হেলাল
প্রেমে পড়ে গেলে তো আগে পরে বলে কিচ্ছু নেই।
চলুক আবার হিমু।
নৃ মাসুদ রানা
প্রেম এমনই, সবার কাছে যেমনই।
অনন্য অর্ণব
মানুষ হওয়ার আগে প্রেম করতে চাইলে গলা টিপে…আমি সেটাই চাই, প্রেম করতে চাই,,,,আছে নাকি কোন রূপার আনাগোনা এই জানালায়😀😀
নৃ মাসুদ রানা
হয়তো আছে। কুঁকড়ে মুকরে জড়োসড়ো গুটিসুটি হয়ে বসে আছে।
কামাল উদ্দিন
কথোপকথনের এই পর্বটা বেশ ভালো লাগলো।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ রানা ভাই
মাহবুবুল আলম
আসলে ভালোবাসা বড়ই রহস্যময়! হুট করেই হয়ে যায়।
হিমু হুমায়ুন আহমদের কালজয়ী চরিত্র! এটা না করে আপনি এই টইপের একটি চরিত্র সৃষ্টি করতে পারতেন।
শুভেচ্ছা জানবেন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ মতামতের জন্য! আসলে আমিও তাই ভেবেছিলাম। শুধু কথার জাদুকর হুমায়ূন আহমেদ স্যারের স্মৃতি নিয়ে শুভেচ্ছা মুলক লেখা। হিমু চরিত্র নিয়ে আমার আরও কয়েকটি গল্প রয়েছে।
আসলে এই চরিত্র নিয়ে একটি এক ফর্মার বই প্রকাশ করতে চাইছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে, আমার চরিত্র নিয়েও গল্প পাবেন।
ভালো থাকুন।
নুর হোসেন
যাদুকর লোকটা যদি আর কয়টা দিন বেঁচে থাকতো আমরা পেতাম আরেকজন নোবেল বিজয়ী লেখক প্রিয় স্যার হুমায়ুন আহমেদ…..
নৃ মাসুদ রানা
সত্যি, আমারও তেমন মনে হয়।
সঞ্জয় মালাকার
কথোপকথনের এই পর্বটা পড়ে বেশ ভালো লাগলো।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, আমারও ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
আপনাকেও ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।
নিতাই বাবু
হিমু আর রূপার কথপোকথন দারুণ হয়েছে।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
এস.জেড বাবু
আগে খারাপ মানুষটাকে ভালো করবো তারপর পাগলটাকে মানুষ করবো। এরপর প্রেম করবো। তার আগে প্রেমের কথা বললে গলা টিপে…।
রুপার কথা সত্য হলে আমরা অতি শিঘ্রই হিমু নামের মজাদার চরিত্রটাকে হারাবো।
বেশ লেগেছে ।
নৃ মাসুদ রানা
ও তাই, হলেও হতে পারে। আবার নতুবা না।
রেহানা বীথি
বেশ লাগলো কথোপকথন। অভিনব এক প্রেমিককে অভিনব প্রেম নিবেদন।