এই দেশেরই একটা শহর ছিল যেখানে প্রতি পূর্ণিমাতেই জোসনাবিলাশের উৎসব হত। শহরের প্রতিটি ভবনের বাতি নিভে যেত যথাসময়ে। স্ট্রীট ল্যাম্পগুলোও নিভিয়ে দেয়া হত। পুরো শহরজুড়ে শুধু জোসনার রাজত্ব! নাগরিকরা প্রানভরে উপভোগ করতো চাঁদের মায়াবী আলো। আর এই উৎসবের নেতৃত্ব দিতেন একজন কবি। কবি আবার শহরপিতা তথা মেয়র।
অবিশ্বাস্য লাগছে?
শহরটা এখনো আছে শুধু সেই জোসনা যাপনের উৎসবটা নেই। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা শহর। তিন তিনবারের নির্বাচিত মেয়র দেওয়ান মমিনুল মউজদিন। ভিষন জনপ্রিয় ছিলেন উনি। সুনামগঞ্জবাসী ধন্য হয়েছিল একজন জোসনাপাগল কবিকে মেয়র হিসেবে পেয়ে। তার আরেকটি পরিচয় হল উনি আমাদের হাসন রাজার প্রপৌত্র। ২০০৭ সালের ১৫ নভেম্বর কবি দেওয়ান মমিনুল মউজদিন স্ত্রী সন্তানসহ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
আজকে কিছুক্ষণ আগে জোসনায় ভিজতে ভিজতে হঠাত তার কথা মনে পরলো।
আজকে চমৎকার চাঁদ উঠেছে। জোসনায় থই থই করছে চারিপাশ। কবি মউজদিনের চরণে আমার নিবেদন-
“পূর্ণিমা বদলে যাক আমাবস্যায়,
জোসনায় নেমে আসুক আধার
চাঁদের দরকার নেই আর
যদি তুমি ফিরে আসো হে কবি!
সহস্র পূর্ণ চন্দ্রের বিনিময়ে আমি
তোমাকেই চাই!”
গেল ১৫ নভেম্বর ছিল তার দ্বাদশ মৃত্যুবার্ষিকী!
গভীর শ্রদ্ধা!!!
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
খুব আগ্রহ নিয়ে তখন ভাবতাম, এও সম্ভব এ দেশে! বাতি নিভিয়ে জ্যোৎস্না দেখা!
এই অসম্ভব সম্ভব হয়েছিল এই গুণী মানুষটির জন্য।
আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।
শিপু ভাই
আমিন
সাবিনা ইয়াসমিন
তার কথা যেদিন প্রথম জেনেছিলাম, অবাক হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম। আস্থাহীনতায় নগরপতিরা যেখানে জন সাধারনের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, সেই সময়ে এই মানুষটি নিজের নগর ছাড়িয়ে দুর-দুরান্তের মানুষের কাছ থেকে পেয়েছিলেন সম্মান, ভালোবাসা। তার আত্মার প্রতি শ্রদ্ধা। তিনি বেঁচে থাকুক নগরবাসীর উজ্জ্বল স্মৃতি হয়ে।
এই প্রথম আপনার লেখায় আপনাকে অন্যরুপে পেলাম। কবি! এখন থেকে মাঝে মধ্যে কবিতা চেয়ে নিবো।
শুভ কামনা 🌹🌹
শিপু ভাই
২০১০ এ আমি প্রথম ব্লগিং শুরু করেছিলাম কবিতা লিখবো বলে। কিন্তু যখন দেখলাম কত্ত কবি কত সুন্দর সুন্দর কবিতা লিখে ব্লগ ভরে ফেলছে তখন আর সাহস হয়নি কবিতা লেখার!
আপনার জন্যও শুভকামনা
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ভালোই বলেছেন। কবিতায় অনলাইন জগৎ কবিতাময় হয়ে আছে,,, তাইতো আমি অ-কবিতা লিখি।
২০১০ থেকে শুরু!!!!
তাহলেতো আপনার কবিতা আমার পড়তেই হবে,,, টাইপ করা শুরু করুন, আমি রেডি হচ্ছি 1,2,3,4,,,,,এখন থেকে ঠিক 24 ঘন্টা পর কবিতাটি দিয়ে দিবেন। 🙂
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা।
শিপু ভাই
🙂
মোঃ মজিবর রহমান
আমি এই প্রথম জানলাম। তবে তিনি কবি ও নগরপিতা তা জান্তাম। জান্তাম্না তার এউ জোস্না দেখার কাহিনী। অভিতাই ৪ কিংবা ৫ মাস আগেই আমি চাকিরি খুজা শুরু করি। কিন্তু দুর্ভাগ্য ৪০ বা তার বেশি বয়স হলে কর্মের জন্য সাধারনত কর্ম খালি হইনা। অভিভুত হলাম। আল্লাহ তার আত্বাকে বেহেস্ত নসিব করুন।
শিপু ভাই
আমিন
কামাল উদ্দিন
এমনটা হলে দারুণ হতো, শহুরে জীবনে কখন জোসনা আসে যায় তার তো কোন হদিসই পাইনা।
শিপু ভাই
আসলেই দারুন হত
এস.জেড বাবু
বাহ্, একজন সত্যিকার মানুষ সম্পর্কে জানলাম। শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করছি।
——-
সহস্র পূর্ণ চন্দ্রের বিনিময়ে আমি
তোমাকেই চাই!”
একজন চমৎকার মনের মানুষ সম্পর্কে অসাধারণ লিখেছেন।
শিপু ভাই
ধন্যবাদ বাবু ভাই
জিসান শা ইকরাম
এমন কবি নগরপিতার অভাব পুরন হবার নয়।
তার আত্মার মাগফেরাত কামনা করি।
শিপু ভাই
তার আত্মার মাগফেরাত কামনা করি
রেহানা বীথি
শুনেছি তাঁর কথা। এমন মানুষেরা কেন যেন হারিয়ে যায় দ্রুত। শ্রদ্ধা জানাই তাঁকে।
শিপু ভাই
এধরণের ক্ষণজন্মা মানুদের আয়ুও কেন জানি কম হয়
সুরাইয়া পারভিন
প্রথম শুনলাম এমন জ্যোৎস্না বিলাসের কথা।
এমন জ্যোৎস্না উৎসবে ভেজার বড্ড ইচ্ছে আমার
চমৎকার লিখেছেন
শিপু ভাই
ধন্যবাদ
আপনার ইচ্ছা পূর্ণতা পাক
নিতাই বাবু
সম্মানিত সাবেক মেয়র দেওয়ান মমিনুল মউজদিন সাহেবের বিদেহি আত্মার শান্তি কামনা করছি।
শিপু ভাই
ধন্যবাদ নিতাইদা