
একদিন সময় করে আসবে কি?
চায়ের সাথে কিছু গল্প করবো।
হা —-হা!
ভাবিও না, খুব বেশি সময় নিবো।
চায়ের কাপের শেষ চুমুক পর্যন্ত
ইচ্ছেটুকু থাকলেই হবে!
রঙিন ফানুস আর ক্রিমবলের দুনিয়াটা
এখন অনেক পিছনে।
তোমার আবদার———
“লাল শাড়ি পরবে
চুলে লাল গোলাপ দিবে
রেশমি চুড়ি পরবে, নানা রং এর!”
অমাবস্যা আসার আগেই
পেরিয়ে এলাম সাত বসন্ত।
আচ্ছা, কবে সময় দিচ্ছো?
চায়ের কাপের আড্ডায়?
চায়ের কাপে পরোটা ভিজলেই
কথাও শুরু হবে।
বলবে, কতোটা ভালো আছো?
চটপটে মেয়েটি কেমনে সামলায় তোমায়?
আমি মনের খাতায় শুধু টুকে নিবো।
নিপুণ হাতে; হৃদয়ের ইজেলে
আঁকবো মায়াবী বিকেল।
হঠাৎ নস্টালজিক!!
সময় দেখতে গিয়ে দেখি,
ঘড়িটা তুমিই দিয়েছিলে।
একটু সময় করো, প্লিজ!
খুব জানতে ইচ্ছে হয়,
মাঝরাতে ঘুম ভাঙ্গলে
আমাকেই খোঁজ কিনা?
আসছো তো; সেই চায়ের স্টলে!
২৩টি মন্তব্য
বন্যা লিপি
আহা, এমন অকাতরে ডাকলে কি আর না এসে থাকতে পারবে সে? নিশ্চই দেবে সময়।ভালোলাগলো কবিতার আবেগটুকু।
আরজু মুক্তা
আপু, আপনার মন্তব্য বরাবরই অনুপ্রেরণামূলক।
শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
আমাকে কেউ এভাবে চায়ের অফার করলে, আমি দ্বিতীয়বার না ভেবেই রওয়ানা দিতাম। চায়ের কাপে পরোটা ভিজিয়ে খেতাম আর গল্প করতাম 🙂
আবেগীয় কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
চলে আসেন। দাওয়াত থাকলো।
ধন্যবাদ, আপি।
কামাল উদ্দিন
চায়ের কাপে পরোটা, চট্টগ্রাম অঞ্চলে এটা আমি দেখেছি, আজ আপনার কবি্তায়ও পেলাম……….শুভ সকাল
আরজু মুক্তা
আমি তো চট্টগ্রাম এ থাকি।
ধন্যবাদ, পড়ার জন্য
কামাল উদ্দিন
বাংলাদেশের অন্যতম সুন্দর এলাকা চট্টগ্রাম, ধন্যবাদ আপু।
তৌহিদ
এতো নস্টালজিক কবিতা লিখতে গিয়ে লেখক নিজেই যে স্মৃতিচারণা করছেন বুঝতেই পারছি। অবশ্য হলেই বা মন্দ কি! প্রেমতো এমনই, স্মৃতির মধ্য দিয়েই সদা জাগ্রত।
ভালো থাকবেন আপু।
আরজু মুক্তা
তা ঠিক। প্রেম স্মৃতির মাঝেই বিদ্যমান।
কমেন্ট ভালো লাগলো।
নিতাই বাবু
প্রতিদিন সাতসকালে ঘুম থেকে উঠেই এক কাপ গরম চা না হলে আর চলে না! কিন্তু আজ পর্যন্ত এমন করে চা’র দাওয়াত দেয়নি। দুঃখ শুধু এখানেই রেখে গেলাম। সেইসাথে আপনার চা’র আমন্ত্রণ নিমন্ত্রণ গ্রহণ করলা।
আপনার জন্য শুভেচ্ছা আর শুভকামনায় আমি।
নিতাই বাবু
হবে গ্রহণ ‘করলাম’
আরজু মুক্তা
ওকে। দেখা হবে একদিন। পৃথিবী তো গোল।
ছাইরাছ হেলাল
সোনালী সময়ের স্মৃতিতে আজ- ও ক্ষরণ যথা নিয়মে,
চিন চিন করে ওঠে হৃদ-তন্ত্রীতে।
আরজু মুক্তা
সেই চিন চিন ব্যথা রাত হলেই বাড়ে। শব্দ হয় তীব্র থেকে তীব্রতর।
অনন্য অর্ণব
বাহ এমন দাওয়াত পাইলে কি আর এক মুহুর্ত ও দেরী করা যায়…😀😀
আরজু মুক্তা
হাঁটি হাঁটি পা করে চলে আসেন।
শুভকামনা
রুমন আশরাফ
“অমাবস্যা আসার আগেই
পেরিয়ে এলাম সাত বসন্ত।
আচ্ছা, কবে সময় দিচ্ছো?
চায়ের কাপের আড্ডায়?
চায়ের কাপে পরোটা ভিজলেই
কথাও শুরু হবে।”
ভাল লাগলো খুব। তবে কবিতাটি পড়ে ভীষণ চায়ের তৃষ্ণা পেল। শুভ কামনা।
আরজু মুক্তা
চা, এক মগ চা! সাথে গল্প। জমবেই তো।
রুমন আশরাফ
আমি চা আর আড্ডা খুব পছন্দ করি।
এস.জেড বাবু
বলবে, কতোটা ভালো আছো?
চটপটে মেয়েটি কেমনে সামলায় তোমায়?
আমি মনের খাতায় শুধু টুকে নিবো।
নিপুণ হাতে; হৃদয়ের ইজেলে
আঁকবো মায়াবী বিকেল।
আমি হলে চা সামনে দিয়ে দুরে সরে যেতাম, অন্য কারো গল্পে মেমরী খাটাতাম না। তাইতো মনে হয় আমার আকাশের রংধনুতে নেই ভাল লাগার সাত রং- সেখানে শুধুই গুধুলির ছঁটা- রক্তিম।
ভারি মিষ্টি কবিতা।
মুগ্ধতা।
আরজু মুক্তা
সুন্দর বললেন।
শুভকামনা
জিসান শা ইকরাম
সাত বসন্ত পরেও এমন আহবান!
যেভাবে ডাকা হয়েছে, তাতে আসতেই হবে তাকে।
না এসে পারবেই না।
অনেক ভালো লিখছো আজকাল।
শুভ কামনা।
আরজু মুক্তা
আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে আপন করে নেয়া। আর অনুপ্রেরণা দেয়া।
এটা যে কতোটা উপকারী, তা সেই জানে।
ভালো থাকবেন।