
সময় পরিবর্তনে এই যে আমরা মরি কিসের এ-তো বাহাদুরি মিথ্যে হাটহাজারী।
তোমার জন্য,,
এই যে এ-তো মারামারি
বলোতো তুমি কিসের জন্য,
এই যে মিছিল স্লোগান
কেনো এতো অভিমান!
ট্রাফিক জ্যামে আটকা বাস
শিশুদের জীবন সর্বনাশ,
হাতে গোলাপ সেই যুবকটি
অন্ন খোঁজে সারামাস!
জানালা দিয়ে মুখ বাড়িয়ে
দেখছে সবাই পথে লাশ,
লজ্জা সমাজ, চোখ অন্ধ
চোখের সামনে সব বিনাশ!
এই যে এ-তো কাণ্ড জানো
স্বার্থ জীবনের নতুন শ্বাস,
বাঁচার জন্য কিছু করো
সমাজ ধরে বাঁচাতে শিখো!
এই যে এ-তো হাহুতাশে
গরীব মরে ভাতের অভাবে,
সমস্যাগুলো আতিথ্য অপূন্যই
সমাজ নিয়ে প্রশ্ন তুলে।
গোলাপ হাতে সেই যুবকটি দাঁড়িয়ে
মেসেজে গুলো দিচ্ছে হেঁসে,
প্রাণ বাঁচাবার যুদ্ধে সে
নিত্য সৈনিক ছুটির শেষে।
এই যে এ-তো মারামারি
কি জন্য করছ এসব,
তোমার জন্য স্বার্থ ভুলে
যুবক টাই দিচ্ছে মেসেজ।
রাস্তা গুলো মানব হিন্য,
শব্দ গুলো শব্দ শূন্য।
সঞ্জয় মালাকার //
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অর্থহীন সময়ে শুধুই ছুটছি আর ছুটছি।
অজানা গন্তব্যে।
সঞ্জয় মালাকার
শ্রদ্ধে দাদাভাই ছুটে যাওয়া ছাড়া আররকোন গতি নাই।
ধন্যবাদ দাদা অনেক অনেক ভালোবাসা রইলো।
নিতাই বাবু
“এই যে এ-তো মারামারি
বলোতো তুমি কিসের জন্য,
এই যে মিছিল স্লোগান
কেনো এতো অভিমান!”
অধিকার আদায়ের জন্য। বেঁচে থাকার সসংগ্রামের আমরা কেউ-না-কেউ সবসময়ই মাঠে-ময়দানে শ্লোগান দিচ্ছি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
বেঁচে থাকার সসংগ্রামের আমরা কেউ-না-কেউ সবসময়ই মাঠে-ময়দানে শ্লোগান দিচ্ছি।
কিন্তু সফলতা পাচ্ছি কই।
নিতাই বাবু
কেউ কেউ সফল হচ্ছে, আবার কেউ-তো-বা নিস্ফল হচ্ছে। তবু্ও সংগ্রাম চলছেই।
মনির হোসেন মমি
এর শেষ কোথায় জানা নেই। প্রতিনিয়ত গরীব মরছে রাজনীতি সমাজনীতির নিয়ম ভাঙ্গার অজুহাতে। চমৎকার।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দাদা, রাজনীতি আর সমাজনীতির নিয়ম ভাঙ্গার অজুহাতে। আমরা গরীবই মরছি প্রতিনিয়ত।
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা ।।
এস.জেড বাবু
প্রাণ বাঁচাবার যুদ্ধে সে
নিত্য সৈনিক ছুটির শেষে।
গভীর তাৎপর্য নিয়ে লিখেছেন,
চমৎকার হয়েছে ভাইজান
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই।
এস.জেড বাবু
আপনাকেও শুভেচ্ছা