
শীত এসে গেছে ,
শোনো হেমন্ত, তোমার দিন শেষ।
শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে,
মায়ের পায়ের আঙুল ধরে,
নতুন বৌয়ের স্নানঘাটের জলে
দিদির কলসি ধরে,
শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে।
নতুন বাউ বলছে হেঁসে তুমি আসছ কেনো
গ্রামের লোক দেখলে বলবেকী,
রোদের ঝিলিক দেখার জন্য ঘাটেই বসে থাকি,
তুমি আসছ ঘাটের জলে লজ্জাতে মুখ ঢাকি।
শীত বলছে শোনো,তোমার কাঁধের কলসি টা-কে জ্বরিয়ে তুমি ধরো,
তিনমাস পরে পেয়েছি তোমায় আঁচল কেনো টানো,
হেমন্তের আনন্দে সাঁঝ ধরেছ যত।
শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে-
মায়ের পায়ের আঙুল ধরে,
ছুঁয়েছে ভোরের প্রথম শিশির সবুজ মাঠে ঘাসে
দেখছ মা কাঁপছে কেমন, তোমার শীতল তাপে।
শীত এসে গেছে,গরীব দুঃখীর ঘরে
মায়ের পায়ের আঙুল ধরে!
সঞ্জয় মালাকার //
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এই ছবিতে কোন লেখায় মানায় না। ছবিই সব বলে দেবে। স্বাগত হে শীত।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা নিবেন।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা জানআই।
সুরাইয়া পারভিন
দুর্দান্ত ছবি খানা
চমৎকার শীতের বন্দনা। শীত এসে গেল। শরৎ ঋতুর মত শীতও আমার ভীষণ প্রিয়
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দিদি।
সঞ্জয় কুমার
চমৎকার ছবির সাথে কবিতা! অসাধারণ
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দা।
জিসান শা ইকরাম
শীত এভাবেই আসে,
সুন্দর একটি ছবি এবং কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, ভালো লাগা।
এস.জেড বাবু
ছুঁয়েছে ভোরের প্রথম শিশির সবুজ মাঠে ঘাসে
দেখছ মা কাঁপছে কেমন, তোমার শীতল তাপে।
দারুন
খুব করে খেজুরের রস খাওয়া হবে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা, ভালোবাসা নিবেন।
ছাইরাছ হেলাল
হেমন্ত পেরোলেই শীত,
আমরা তার অপেক্ষায় আছি।
সঞ্জয় মালাকার
হু ঠিক তাই, তবে আমার খুব ভয়লাগছে, ভোর পাঁচটায় উঠতে হবে শীতল বাতাসে মিশে।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।