
হৃদয় বন্ধনে
বেঁধে নিও কটা বর্ণ
মাদুলীর সুরের
মুর্ছনায় করো পূর্ণ
বীণার তারে
মিষ্টি করে ছুঁয়ে দিও
কিছু শব্দ
ছন্দে মিলিয়ে নিও
একটা সুর
তুলে দিও আনমনে
স্বরলিপিটা
সাজিও তেমনি টানে
তালে আর লয়ে
জুড়ে নিও ঐকতান
আমার কবিতা
তোমার কন্ঠে হবে গান
–
০৫/১২/২০১৮
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সত্যি-ই তো, গান গান ই তো মনে হচ্ছে।
এত অল্প কোথায় এত সুন্দর!
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান
কামাল উদ্দিন
সুন্দর অনুভুতি মাখানো ছড়া, ভালোলাগা জানিয়ে গেলাম।
এস.জেড বাবু
শুভেচ্ছা রইলো ভাই
মাহবুবুল আলম
ভালো লেগেছে। শুভেচ্ছা নিরন্তর
এস.জেড বাবু
রাশি রাশি কৃতজ্ঞতা রইলো ভাইজান
সুরাইয়া পারভিন
তালে আর লয়ে
জুড়ে নিও ঐকতান
আমার কবিতা
তোমার কন্ঠে হবে গান
প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হোক। শুভকামনা সতত
এস.জেড বাবু
আমিন
শুভেচ্ছা রইলো আপু
নাজমুল হুদা
আমার কবিতা
তোমার কন্ঠে হবে গান
ভালো লেগেছে ভাইয়া 💞
এস.জেড বাবু
ধন্যবাদ নাজমুল ভাই
শুভেচ্ছা অশেষ
সাবিনা ইয়াসমিন
আহা, এমন কবিতা গান না হয়ে পারে!
অপূর্ব নৈবদ্য 🙂
এস.জেড বাবু
অনেক অনেক শুভেচ্ছা আপু
মন্তব্যে ভিষন মুগ্ধতা
সঞ্জয় মালাকার
আমার কবিতা
তোমার কন্ঠে হবে গান।
ভালো লাগলো খুব, শুভ কামনা দাদা।
এস.জেড বাবু
অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।
শুভেচ্ছা রইলো
জিসান শা ইকরাম
এস, জেড বাবু- এটি তো একটি সুন্দর গানই হয়ে গেলো।
নিজ কন্ঠে একটু গেয়ে ইউটিউব বা সাউন্ড ক্লাউডে আপলোড দিলেও পারতেন।
এস.জেড বাবু
সে যোগ্যতা আমার নেই যে ভাই।
আবোল-তাবোল লিখালিখি করি, সোনেলার সম্মাণিত ব্লগারগণ পাঠ করেন- উৎসাহিত করেন এই তো অনেক পাওয়া।
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।
জিসান শা ইকরাম
কি যে বলেন ভাই।
কবিতার মত আবৃত্তিতো করা যায়।
এস.জেড বাবু
গ্রুপে একটা আবৃত্তি দিচ্ছি
রবীঠাকুরের লিখা- শুনবেন আশা করি