ঐকতান

এস.জেড বাবু ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৪০:৩৯অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হৃদয় বন্ধনে
বেঁধে নিও কটা বর্ণ
মাদুলীর সুরের
মুর্ছনায় করো পূর্ণ

বীণার তারে
মিষ্টি করে ছুঁয়ে দিও
কিছু শব্দ
ছন্দে মিলিয়ে নিও

একটা সুর
তুলে দিও আনমনে
স্বরলিপিটা
সাজিও তেমনি টানে

তালে আর লয়ে
জুড়ে নিও ঐকতান
আমার কবিতা
তোমার কন্ঠে হবে গান


০৫/১২/২০১৮

৯৫২জন ৮৪৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ