
প্রথম যেদিন স্বপ্ন দেখেছিলাম . . .
বাগানে হেঁসে ছিল ফুল . . .
শাখে শাখে গেয়ে ছিল পাখি . . .
রঙিন ডানায় প্রজাপতির ছিল আনা গুনা . . .
স্বপ্নের সোপানে পা রেখেছি বলে . . . . . . . !
তিল তিল করে বেড়ে উঠে . . .
বুকের ভিতর . . .
স্বপ্নের ডালা পালা . . . .
স্বপ্ন কে ছোঁব বলে . . . . . . . !
স্বপ্ন যখন যৌবনা, রুপবতি হয় . . .
সাগরের গভীর থেকে . . .
আঘাতিয়া যায় ক্রমাগত . . .
চোরা বালির ঢেউ . . .
স্বপ্নরা বৈরী হয়েছে বলে . . . . . . . !
ভাঙনের শব্দ শুনি . .
ঘোলা জলে ভেসে যাই . . .
দূর অজানায় . . .
সময়ের অনুকুলে . . . .
পলিতে গড়া বালু চরে . . .
নতুনের আশায় . . .
স্বপ্ন দেখবো বলে . . . . . . . . !
১৯টি মন্তব্য
কামাল উদ্দিন
বিরহে প্রেম খাটি হয়………কবিতায় ভালোলাগা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
কামাল উদ্দিন
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা
কামরুল ইসলাম
অনেক শুভ কামনা আপনার জন্য
হালিম নজরুল
স্বপ্নরা কখনো কখনো বৈরী হয়।
কামরুল ইসলাম
ধন্যবাদ
রেগুলার হয়
নৃ মাসুদ রানা
আহারে রূপের পরী।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
ছবি সংগৃহীত
সুরাইয়া পারভিন
চমৎকার লেখা ও ছবি
স্বপ্ন দেখবো বলেই যেনো
তুমি এসে সম্মুখ সোফায় বসে পড়লে
যেনো তুমি ছাড়া আর কিছু না চোখে পড়ে
হা হা হা
কামরুল ইসলাম
ধন্যবাদ,
সুন্দর মন্তব্য করেছেন
তৌহিদ
স্বপ্নে দেখার পরে বিরহে ভোগা কিন্তু প্রেমে পরার লক্ষণ। ঘটনা কি?
কামরুল ইসলাম
প্রেমে না পড়লে স্বপ্ন আসবে কোথায় থেকে,
ধন্যবাদ ভাই
রাফি আরাফাত
তিল তিল করে বেড়ে উঠে . . .
বুকের ভিতর . . .
স্বপ্নের ডালা পালা . . . .
স্বপ্ন কে ছোঁব বলে . . . . . . . !
অসাধারণ ভাই। ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
এস.জেড বাবু
স্বপ্ন দেখবে বলে মানুষ কত কিছু করে
তবু স্বপ্ন বৈরী হয়
কখনও বিরহ হয়
চমৎকার লিখেছেন স্বপ্ন নিয়ে
দারুন
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
জিসান শা ইকরাম
স্বপ্ন দেখার পরে বিরহ আসতেই পারে৷
ভাল কবিতা।
কামরুল ভাই, ল্যাপটপ নিয়ে বসা ঐ ছবিটা প্রফাইল পিকচারের জন্য ভালো হতো মনে হয়৷ পরিবর্তন করে দেখবেন নাকি?
কামরুল ইসলাম
ঠিক আছে, করে দিচ্ছি,
ধন্যবাদ
জিসান শা ইকরাম
স্বাগতম আপনাকে।