
তোমার আমার মাঝে এই এক
আতসি কাঁচের বেড়া,
তুমি দেখ আমায় অতি ক্ষীনকায়
আমি দেখি তুমিই সেরা।
তুমি উত্তলে- বিশালতম ভিষন
আমার খোলা দৃষ্টি সীমান্তে,
আমি অবতলে- ক্ষুদ্র পরমানু সম,
তোমার অদেখায় অজান্তে।
শ্রেয়া!
আমি দেখি আমার হৃদয়ের চোখে
তুমি দেখো আয়নার আড়ালে,
আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে;
তোমার ভাবনায় আমি- বেখেয়ালে।
জড়তায় জড়ানো ইতিহাসের মেলায়
খুঁজি সে চিরচেনা মুখ,
আমার অদ্যটা অসুস্থ দুর্বল
তোমার ও যে হৃদয়ে অসুখ।
চোখ মেলে দেখো- বদলেছে ৠতূ
ডালে ডালে মেলেছে কুঁড়ি,
বদলায়নি শুধু- অস্তিত্ব তোমার
এ হৃদয়ে সর্বোপরি ॥
-০-
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ এক অদ্ভুত কাঁচের খেলা!
তুমি শুধুই খেয়ালের বসে খেলে যাও
আমার শুধুই খেলা দেখে যাওয়া,
ক্ষীণ থেকে ক্রমেই ক্ষীণতর হওয়া
আমার উজার-হৃদয়ে সবটুকুতেই শুধু
তোমাকেই একান্তে জড়িয়ে যাওয়া;
এস.জেড বাবু
কোথায় কবি আর কোথায় কবিতা
কে বলে তা বহুদুর
হেলাল ভাইয়ের প্রতিটি মন্তব্য
ছন্দে আর কবিতায় ভরপুর
অশেষ কৃতজ্ঞতা আর মুগ্ধতা রেখে গেলাম
শুভেচ্ছা প্রিয় ভাই
সুরাইয়া পারভিন
এক এক অদ্ভুত অভিমানী প্রেমের উপাখ্যান।
প্রেমিক সিরিয়াস তো প্রেমিকা খামখেয়ালি।
চমৎকার প্রকাশ
এস.জেড বাবু
কেমন লাগে বলেন তোহ
যদি আমি হতাম, ওর চশমা ভেঙ্গে দিতাম
হাহাহা
ধন্যবাদ আপু
শুভেচ্ছা
সুরাইয়া পারভিন
হা হা হা হা
সঞ্জয় মালাকার
দাদা এক অদ্ভুত কাঁচের খেলা, পড়ে ভালো প্রেম নিবেদন।
প্রেমিক সিরিয়াস তো প্রেমিকা খামখেয়ালি।
চমৎকার প্রকাশ
শ্রেয়া!
আমি দেখি আমার হৃদয়ের চোখে
তুমি দেখো আয়নার আড়ালে,
আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে;
তোমার ভাবনায় আমি- বেখেয়ালে।
এস.জেড বাবু
শ্রেয়া’রা এমনি হয় হয়ত
যখন যেমন দেখতে চায়, তেমন আয়নায় আড়াল করে চোখ।
ধন্যবাদ প্রিয় ভাই
শুভেচ্ছা রইলো
সঞ্জয় মালাকার
আপনাকেও ধন্যবাদ দাদাভাই।
হালিম নজরুল
“তুমি উত্তলে- বিশালতম ভিষন
আমার খোলা দৃষ্টি সীমান্তে,
আমি অবতলে- ক্ষুদ্র পরমানু সম,
তোমার অদেখায় অজান্তে।”
———-চমৎকার উপমা।
এস.জেড বাবু
কেন এমন হয় !
কোটি মানুষের মধ্যে
ভাললাগার একজনই কেন সরে যায় দুরে !
দৃষ্টি আড়াল করে !!
অনেক ধন্যবাদ ভাইজান।
শুভেচ্ছা রইলো
চাটিগাঁ থেকে বাহার
আহা! কী আন্তরিক মায়াময় ভাষার গভীরতায় ভালোবাসার প্রকাশ। অন্তর ছুয়ে গেল।
শুভ কামনা সবসময়।
এস.জেড বাবু
চমৎকার অন্তরে ছোঁয়া লেগেই যায়।
বেশ আন্তরিক আপনি।
অশেষ কৃতজ্ঞতা রইলো ভাইজান
নৃ মাসুদ রানা
ভালোবাসাবাসি……
এস.জেড বাবু
ভালোবাসাাবাসি
তেমনি মনে হচ্ছে
শুভেচ্ছা ভাইজান
তৌহিদ
জীবনের চাওয়াপাওয়াগুলি যেন আতশি কাঁচের মতই। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস!
দারুণ অনুভাবী লেখা ভাই।
এস.জেড বাবু
জ্বী ভাই
ওই পাড়েই থাকে সর্ব সুখ-
চমৎকার অর্থপূর্ণ মন্তব্যে আপ্লুত
ধন্যবাদ তৌহিদ ভাই
জিসান শা ইকরাম
দুজনের দেখার দৃষ্টি বা উপলব্দি আলাদা,
কবি কি এটি বুঝিয়েছেন কবিতায়?
আমি কি ঠিক বুঝেছি?
শুভ কামনা।
এস.জেড বাবু
জ্বী ভাই
একদম ঠিকই ধরেছেন।
সম্পর্কের পরবর্তী পর্যায়ে একজন ভাবছে, অন্যজনের দৃষ্টিকোন আলাদা
অনেক শুভেচ্ছা সহ ধন্যবাদ ভাইজান।
কৃতজ্ঞতা
কামাল উদ্দিন
ছড়া ছন্দ চমৎকার, এ ব্যাপারে অমত কার?
এস.জেড বাবু
প্রিয় কামাল ভাই
দা বেষ্ট ছন্দ রসিক
কৃতজ্ঞতা রইলো ভাইজান
কামাল উদ্দিন
শুভেচ্ছা