আলোর সন্ধানে আমরা হাঁটতে শুরু করলাম——
একটি জ্যোতির্ময় শহরের দিকে।
তোমার গায়ে তখন আতরের বাজনা;
পায়ে নুপুরের ঘ্রাণ।
আমি নি:শংকোচে ত্রাণ নিতে নিতে——-
পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে।
তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো।
ঘড়িটা আমাদের চোখ ফেরালো বিপরীত মেরুতে।
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
—————————0 0———————-
২২টি মন্তব্য
নাজমুল হুদা
ভাবনার অতল গভীরে নিমজ্জিত কবিতা
হালিম নজরুল
পড়বার জন্য ধন্যবাদ ভাই।
বন্যা লিপি
আমাদের ছায়াগুলো এমনি করেই মিলিয়ে যায় কৈশোর শৈশব ছেড়ে। সময়ের বিপরীত মেরুতে আবাস গড়ে নেই আমাদের সুবিধামতো।
অনুভবের অনুরণণ ভালো লাগলো।
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভিন
সময়ের স্রোতে ভেসে একদিন সবাই মিলিয়ে। মিলিয়ে যায় ছায়াও
চমৎকার প্রকাশ
হালিম নজরুল
শুভকামনা রইল আপু।
জিসান শা ইকরাম
বিপরীত মেরুর দুজনার মিল হয়না কখনো,
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
চাটিগাঁ থেকে বাহার
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
………
ভালো লেগেছে।
হালিম নজরুল
আরও প্রেরণা পেলাম। আপনাকে ধন্যবাদ।
এস.জেড বাবু
কতকিছু অজানা থেকে যায়
চলতে চলতে বলতে শুনতে জানা হয়ে যায়
আর অকালে সময় হারায়
পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে।
তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো।
কেন এমন হয় ? মেনে নিতে কষ্ট হয়।
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
.
সত্যিই ছায়াদুটো আজ বড্ড অপসৃত।
শুভকামনা দাদা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
সঞ্জয় মালাকার
অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
ভালো লাগলো খুব।
হালিম নজরুল
আপনাদের ভাললাগাটাই আমার প্রেরণা,ধন্যবাদ।
তৌহিদ
এরকম ছায়ায় মিলিয়ে যায় কত স্বপ্ন, না বলা কথা তার খবর আমরা কতজনইবা রাখি?
ভালো লাগলো পড়ে ভাই।
হালিম নজরুল
নিরন্তর ভালবাসা তৌহিদ ভাই
রুমন আশরাফ
চমৎকার। পড়ে বেশ ভাল লাগলো।
হালিম নজরুল
পড়ার জন্য ধন্যবাদ ভাই
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার,
সোনেলার সাথে আছেন বলে সোনেলা ব্লগ টীম এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনার লেখা সোনেলার লেখার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।
শুভ ব্লগিং।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই