
ছোট বেলায় সাদা কালো সিনেমা দেখতাম, এক সময় শুরু হয়েছিলো আংশিক রঙিন সিনেমা। আংশিক রঙিন সিনেমায় বিশেষ করে গানের অংশ টুকু রঙিন হতো। আর সেই আংশিক রঙিন ছবি দেখতে মন খালি ছটফট করতো। কিছুদিন আগে আমার প্রিয় এক ফটোগ্রাফার ফেজবুকে আংশিক রঙিন একটা ছবি দিয়েছিল। ছবিটা এতো চমৎকার ছিলো যে, আম তার প্রেমে পড়ে যাই। আমি যার কাছে ফটোশপের দীক্ষা নিয়াছি তাকে বিষয়টা বললাম। সে আমাকে কিছুটা রেসিপি দিল, আর আমিও আনকোরা হাতে একটা আংশিক রঙিন ছবি ব্লগ পোষ্ট দিয়ে দিলাম। এবার আপনাদের উপর দায়িত্ব কেমন লাগলো সেটা বলার।
(২) ছাগলখুড়ি ফুল / সাগর লতা / সাগর কলমি, এই ছবিটা তুলেছি ছেড়াদিয়া দ্বীপ থেকে।
(৩) কলকাতার হাওড়া থেকে তোলা ছবি।
(৪) বেলের ফেরিওয়ালা, নরসিংদীর জিনারদী থেকে তোলা ছবি।
(৫) কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি।
(৬) নাম না জানা এই ফুলের ছবি তুলেছি ভুটানের রাজধানী থিম্পু থেকে।
(৭) মা ও শিশু, বান্দরবানের সুংসাং পাড়া থেকে তোলা ছবি।
(৮) পাতিল ভরা নাও, আড়াই হাজারের গোপালদী থেকে তোলা ছবি।
(৯) কাশ্মীরি আপেল, ভারতের কাশ্মীর থেকে তোলা ছবি।
(১০) ঈসাখাঁর রাজধানী সোনারগাঁ।
(১১) প্রজাপতি বান্দরবান থেকে তোলা ছবি।
(১২) চাই ভরা নৌকা, এই ছবিটা সম্ভবত কুমিল্লার কোন এলাকা থেকে তুলেছিলাম।
(১৩) বান্দরবানের একটা পাহাড়ি গ্রাম।
(১৪) ছোট বসন্ত বসন্তবাউরি পাখি, নরসিংদীর জিনারদী গ্রাম থেকে তোলা ছবি।
(১৫) এই ফুলটারও নাম জানিনা। কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।
(১৬) শিলাইদহে রবি ঠাকুরের কুঠি বাড়ি।
(১৭) মাস্টার সাহেব স্কুল থেকে বাড়ি ফিরছেন, নরসিংদীর আমীরগঞ্জের ট্রেন ব্রীজ থেকে তোলা ছবি।
(১৮) শালুক ফুল, কুমিল্লার নাঙ্গলকোট থেকে তোলা ছবি।
(১৯) এই ছবিটা তুলেছি হবিগঞ্জের শাহজি বাজার আর শায়েস্তাগঞ্জ স্টেশনের মাঝামাঝি কোন একটা এলাকা থেকে।
(২০) বান্দরবানের নীলগীরিতে আমি নিজে 😀
২৭টি মন্তব্য
এস.জেড বাবু
২) ছাগলখুড়ি ফুল / সাগর লতা / সাগর কলমি, এই ছবিটা তুলেছি ছেড়াদিয়া দ্বীপ থেকে।
দা বেষ্ট ওয়ান- ( আমার চোখে )
আর চমৎকার ছবি ২০ নং নীলগীরিতে ।
দারুন প্রতিভা
শুভ কামনা
কামাল উদ্দিন
আপনাদের এমন মূল্যবান মন্তব্য আমার পাগলামিকে উৎসাহিত করে।
এস.জেড বাবু
এবং আমিও এমন সুন্দর সুন্দর পোষ্ট চাই আর আপনার তোলা ছবি দেখতে চাই।
অনেক ভালো থাকবেন। 💕
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন, সব সময়।
সুরাইয়া পারভিন
ওয়াও,,,কি দুর্দান্ত সব গুলো ছবি 😱😱
👏👏
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন আপু
সাবিনা ইয়াসমিন
বিটিভি তে পুরোনো কিছু ছায়াছবি দেখানো হয়, যে গুলোতে গানের সময় দৃশ্যগুলো রঙ্গীন হয়ে যায়। আবার গান শেষ হলেই সেইই সাদা-কালো প্রিন্ট! প্রথম প্রথম আমি ভাবতাম ওটা টিভির সমস্যার কারনে হয়। পরে জেনেছি তখনকার বেশিকিছু মুভি এভাবেই তৈরি করা হয়েছিলো 🙂
সাগর কলমি ফুলটা দারুন, ব্যাকগ্রাউন্ড সাদাকালো থাকায় ফুলের কালারটা একদম অরিজিনাল লাগছে। একেবারে চোখের সামনে দেখলে যেমন লাগে, তেমন। ভুটানি ফুলটাও সুন্দর। 🙂
ছবিব্লগ ভালো লেগেছে 🙂
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আমার পাগলামিতে সায় দিয়ে পাগলের উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য……..শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
আমার মাথার স্ক্রু কয়েকটা লুজ থাকে। তাই এই পাগলামি গুলো দেখে বেশি ভালো লাগে। ছবিব্লগে যেমন বৈচিত্র আনছেন, ভালো হয় যদি আপনার প্রোপিকেও কিছু বৈচিত্র আনেন। মানে…. আপনার প্রোপিকটা একটু বদলান ভাই। নয়তো আগামী থেকে আপনাকে বাইকার ভাই বলে ডাকতে হবে 🙂
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, প্রোপিক বদলাইয়া দিলাম।
মোঃ মজিবর রহমান
ছবি ব্লগে অনেকদিন পর দারুন এবং তথ্য সমৃদ্ধ একটি পোস্ট।
৬,০১১, ও ১৪ মন ভুলে গেল। আর আপনার শেস ছবিটাও দারুন বেস্ট ।
শুভেচ্ছা আর সুন্দর সুন্দর পোস্ট দেন।
কামাল উদ্দিন
ধন্যবাদ মজিবুর ভাই, আপনারা সাথে থাকলে চেষ্টা তো অবশ্যই করবো।
মোঃ মজিবর রহমান
অবশ্যই পাশে আছি লিখুন সবার লেখাও পড়ুন। ভাল লাগবে।
কামাল উদ্দিন
হুমম
হালিম নজরুল
চমৎকার,অন্যরকম ভাললাগা।
কামাল উদ্দিন
ধন্যবাদ নজরুল ভাই, আপনাকে অন্য রকম শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
তা রেসিপি নিয়ে একা একা খেলে হবে!
কামাল উদ্দিন
এই আপনাদের সাথে চলে এলাম হেলাল ভাই
মনির হোসেন মমি
মনে করে দিলেন সেই ছবি পাগল ছোট বেলার আংশিক রঙ্গীণ ছবি দেখার দিনগুলো।কত কথা কত আবেগ না ছিলো সে সময়। রঙ্গীন ছবিগুলো যেন একে বারে চোখে লেগে থাকত।
আপনার তোলা আংশিক রঙ্গীন ছবিগুলোও বেশ চমৎকার। খুব ভাল হয়েছে।তবে মাষ্টার সাহেবের যাতায়াত পথটি ছিলো ভয়ংকর।
কামাল উদ্দিন
এটা মাস্টার সাহেবের প্রতিদিনের রুটিন যাত্রা, শুভেচ্ছা জানবেন মমি ভাই।
তৌহিদ
বাহ! সবগুলি ছবিই অসাধারণ। এইকম পাগলামো না করলে কি আমরা এত সুন্দর সুন্দর ছবি পেতাম?
কামাল উদ্দিন
হে হে হে, পাগলে পাগল চিনে, শুভ কামনা সব সময়।
তৌহিদ
হা হা হা 😆😆
জিসান শা ইকরাম
সাদা কালোর মাঝে রঙিন দারুণ লাগছে।
কামাল উদ্দিন
ধন্যবাদ ইকরাম ভাই, শ্রদ্ধা জানবেন।
অনন্য অর্ণব
দারুন সব ভ্রমণ অভিজ্ঞতা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন অর্ণব ভাই