
জরজর করে কাঁদতে লাগলো হিমু। কান্নার শব্দে রান্নাঘর থেকে বুয়া বেরিয়ে এসে বললো – মামা, কাঁদছেন কেন? কি হয়েছে?
কিন্তু কিছুতেই হিমুর কান্না থামছে না। আবার কোন কথাও বলছে না। শুধু খাবারের দিকে একনাগাড়ে তাকিয়ে রয়েছে।
বুয়া গিয়ে অতনুকে ব্যাপারটা খুলে বললো। অতনু সাথে সাথে রুম থেকে বেরিয়ে এসে বললো – কাঁদছিস কেন? কি হয়েছে? খাবার না খেয়ে সামনে রেখে কাঁদছিস।
তারপরও হিমু কেঁদেই যাচ্ছিলো। কোনক্রমেই থামানো যাচ্ছিলো না।
কিছুক্ষণ পরে হিমু একটু শান্ত হয়ে বুয়াকে ডেকে বললো – খালা, খাবার নিয়ে রেখে দেন। আমি খাব না।
অতনু বললো – কেন রে? খাবি না কেন?
অচিন্ত্য বললো – ডিম দিয়ে খাবনা।
অতনু বললো – ডিম আবার তোর কি ক্ষতি করলো?
অচিন্ত্য বললো – কেন তুই জানিস না? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার নাম ছিলো কুসুম। যে আমাকে ছ্যাঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে।
কিছুদিন পর আবার সেই কান্না। হিমু কাঁদছে…।
অতনু ফেসবুকে স্ট্যাটাস দিলো – ছেলেটি ডিম দেখলে আজও কাঁদে। কারণ মেয়েটির নাম ছিলো কুসুম।
২২টি মন্তব্য
এস.জেড বাবু
অতনু ফেসবুকে স্ট্যাটাস দিলো – ছেলেটি ডিম দেখলে আজও কাঁদে। কারণ মেয়েটির নাম ছিলো কুসুম।
ভিষন মজা পেলাম
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়।
সুরাইয়া পারভিন
হা হা হা
দারুন তো।
মেয়েটির নাম কুসুম বলে ডিম খাওয়ায় বন্ধ।হায় প্রেমিক
নৃ মাসুদ রানা
শুদ্ধ প্রেমিক…
সাবিনা ইয়াসমিন
আহারে প্রেম!
হায়রে কসুম!!
স্ট্যাটাস চলতে থাকুক আপন গতিতে 😀😀
নৃ মাসুদ রানা
চলছে চলবেই..
হালিম নজরুল
হা হা হা মজা পাইলাম।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়। ভালো লাগলো।
রেহানা বীথি
আপনি তো খুব মজার গল্প লেখেন! দারুণ লাগলো।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর।
মনির হোসেন মমি
হা হা হা
খুব মজা পেলাম।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর, অনুপ্রাণিত…
জিসান শা ইকরাম
কি অবস্থা,
কেউ যেন কুসুম নামের মেয়ের সাথে আর প্রেম না করে।
নৃ মাসুদ রানা
কি যে বলেন না, প্রেম চলুক নিজস্ব গতিতে।
সঞ্জয় মালাকার
হা হা হা,
আহারে প্রেম ,
দারুণ খুব মজা পাইরান
নৃ মাসুদ রানা
আজব প্রেম…
সঞ্জয় মালাকার
দুঃখিত দাদা পাইরান ←→পালাম
সঞ্জয় মালাকার
পেলাম
অনন্য অর্ণব
আহারে বেচারা 😭 একজীবনে আর ডিম খেতে পারলো না 😄😄
নৃ মাসুদ রানা
হুমম, সেরকমই।
সাখিয়ারা আক্তার তন্নী
মজা পেলাম,
লিখতে থাকুন।
নৃ মাসুদ রানা
হুমম, দোয়া করবেন। যেন আরও বেশি বেশি লিখতে পারি।