
যেতে চাও, যাও ~
বিস্তৃন পথ প্রসারিত ~
পিছু ডাকবো না আমি ~
যে বাঁধনের আহ্ববানে ~
সাড়া নেই তোমার ~
পিছু ডাকি কোন দাবীতে
।
যেতে চাও, যাও ~
সীমানা বিহীন ~
যত দুর আপন ঠিকানা ~
খুঁজে পাওয়ার প্রত্যয়ে ।
যেতে চাও, যাও ~
নগ্ন পায়ের ছাপে ~
আমার বুকে আলপনা এঁকে ~
দৃষ্টির আড়ালে ।
যেতে চাও, যাও ~
কত টা আর পথের দুরত্ব ~
তার চেয়েও বেশি মনের ~
( অসমাপ্ত )
১৬টি মন্তব্য
অনন্য অর্ণব
বাহ ভালোই তো। কত সহজে চলে যাওয়ার দ্বার খুলে দিলেন। মন্দ নয়।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
মন না থাকলে শরীরটা ধরে রেখে কি লাভ
তার চেয়ে যেতে চাইলে ঘাড় নেড়ে সম্মতি জানানোই শ্রেয়
ভালো লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুন্দর মন্তব্য করেছেন
এস.জেড বাবু
যেতে চাও, যাও ~
নগ্ন পায়ের ছাপে ~
আমার বুকে আলপনা এঁকে ~
//সু-গভীর অনুভুতি
দুর্দান্ত লিখেছেন….
কামরুল ইসলাম
ধন্যবাদ,
মনির হোসেন মমি
বাহ্ চমৎকার
কতটা আর পথের দূরত্ব তার চেয়ে বেশী মনের।
কামরুল ইসলাম
ধন্যবাদ
জিসান শা ইকরাম
যাক চলে যেখানে ইচ্ছে তার,
মনই যদি না থাকে, শরীর রেখে কি লাভ?
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুন্দর মন্তব্য করেছেন,
শুভ কামনা
হালিম নজরুল
ঠিক।মনের দূরত্বই বেশী
কামরুল ইসলাম
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
মনের দুরত্ব বেড়ে গেলে তাকে আর আটকে রাখার মানে হয়না। যে সব সময়েই দূরের, তার ক্ষনিকের কাছে থাকা কেবলি যাতনাময়।
অন্যদের পোষ্টেও যাবেন ভাই। বিশেষ করে স্টিকি পোস্টে যাওয়া সকল ব্লগারের দায়ীত্ব। কারন ঐ পোস্ট গুলো কতৃপক্ষের দেয়া বার্তা। সেখানে রেসপন্স না করা মানে হলো ব্লগ কতৃপক্ষকে অবমাননা করা।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবা,
সুন্দর মন্তব্য করেছেন
কামাল উদ্দিন
একেবারে খাটি কথা, মানুষ কাছে থেকেও অনেক দুরের হয় যদি না ঘোচে মনের দূরত্ব
কামরুল ইসলাম
ধন্যবাদ