
নবীণা
তোমাকে হয়নি বলা
জীবন থেকেই জীননের পথ চলা
ভুল করেও না যেন হয় ভুল
দুস্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল, মিথ্যে নয় এক চুল ।
নবীণা
শোন বলি
জীবন হরেক রকম ভালবাসার পদাবলি
কখনো পেয়ে সুখ, কখনো হারিয়ে
পাওয়া না পাওয়ার মাঝে জীবন যায় পেরিয়ে ।
নবীণা
কত কথা যে বাকী
কথার মাঝে কথাই দেয় ফাঁকি
ক্রোধ মোহের ভেড়াজালে
লোফে নেয় সব আড়ালে ।
নবীণা
অবচেতনে ও যেন না হয় ভুল
জীবন অনেক টা বাকী
কৃষ্ণ অভিসারি না যেন পারে দিতে
কালি দাসের ফাঁকি ।
১৯টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ওয়াও চমৎকার উপস্থাপন,,, শব্দে ছন্দে প্রবাদে নবীণাকে সতর্ককরণ।নবীণার মঙ্গল কামনায় অধীর কবির মন
প্রত্যেকটা প্যারা অসাধারণ
কামরুল ইসলাম
ধন্যবাদ,
প্রীত হলাম, সুন্দর মন্তব্যের জন্য
জিসান শা ইকরাম
ছন্দবন্ধ কবিতা ভাল হয়েছে খুব।
কামরুল ইসলাম
ধন্যবাদ
বন্যা লিপি
বানানের দিকগুলো নজরআন্দাজ করলে চমৎকার মেসেজপূর্ণ লেখা।
ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
চমৎকার উপস্থাপন,,, শব্দে ছন্দে প্রবাদে
ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
জিবনের গল্পে নবিনাকে নিয়ে কথা সাব্ধানি ছন্দের মালায় ভাল লাগিল।
কামরুল ইসলাম
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
💎
আরজু মুক্তা
ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
মাছুম হাবিবী
খুব সুন্দর লিখেছেন ভাই
কামরুল ইসলাম
ধন্যবাদ
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর লিখেছেন, ভালো লেগেছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ
এস.জেড বাবু
অবচেতনে ও যেন না হয় ভুল
জীবন অনেক টা বাকী
চমৎকার কবিতা। সহজ সরল শব্দের সুন্দরতম অলংন্করণ।
কামরুল ইসলাম
ধন্যবাদ