
স্বপ্নের সিঁড়িগুলা গিয়েছে ভেঙে,
কেউ কি পারবে ফিরে এনে দিতে?
সত্য কথা বলার সাহস আছে ঠিকই,
মিষ্টিমুখটা আজ হয়েছে তিতে।
কান্নার সূরগুলো উড়ে উড়ে বেড়ায়,
বুয়েটের ঘাসগুলো পাহারা দেয়।
যেই ঘাসে মিছে আছে ওজুর পানি,
জায়নামাজে ছিলো যার আজানের ধ্বনি।
কুরআনের সূরাহগুলো এখনো যে ঠোঁটে,
পাঁচ ওয়াক্ত নামাজে এখনো বেজে ওঠে।
মায়ে কাঁদে হাউমাউ বাবা কাঁদে তোর তরে,
শত-শত আবরার এভাবেই যাচ্ছে মরে।
থেমে গেছে কলম থেমে গেছে চিন্তা,
চারদিকে আজ শুধু ডুবে ভাসে নিন্দা।
বিক্ষোভ মিছিলে প্রতিবাদ প্রতিকার
চারদিকে হৈচৈ আবরার আবরার।
বিচার প্রক্রিয়াধীন চলছে চলবেই
আবার কোন আবরার এপথে আসবেই।
সেইদিন না-হয় আবার করবো কান্নাকাটি,
বাংলাদেশতো নয় বিবেকহীনতার ঘাঁটি।
পরিচিত মুখগুলোয় বড়সড় ব্যবধান,
ধ্বংসিত মানুষের মানবিক টান।
ছোটখাটো বিষয়গুলো হয়েগেছে পাপ,
আবরার আবরার করে দিস মাফ।
১৬টি মন্তব্য
এস.জেড বাবু
বিচার প্রক্রিয়াধীন চলছে চলবেই
আবার কোন আবরার এপথে আসবেই।
চোখে দেখা নির্মম সত্য –
দারুন লিখেছেন।
নৃ মাসুদ রানা
চোখে দেখা নির্মম সত্য…..
সাবিনা ইয়াসমিন
আববারকে নিয়ে ধারাহিক লেখাগুলো কেবল পড়েই যাচ্ছি। মন্তব্য করতে পারছিনা। কি বলবো ভেবে পাইনা। কিছু ঘটনা মনকে স্তব্ধ করে দেয়, নির্বাক করে দেয়।
আপনার লেখনি অত্যন্ত সবল। ভালো লাগে লেখা গুলো। আরও লিখুন।
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
কিছু ঘটনা মনকে স্তব্ধ করে দেয়, নির্বাক করে দেয়। ধন্যবাদ প্রিয়…
জিসান শা ইকরাম
একদিন আমরা আবরারকে ভুলে যাবো,
আবার নতুন একজন আবরার আসবে,
আবার আমরা লিখবো নতুন জনকে নিয়ে।
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
আসলেই ভুলে যাব, নতুন কাউকে পাওয়ার তাগিদে..
হালিম নজরুল
আর কোন আবরার যেন হারিয়ে না যায়।
নৃ মাসুদ রানা
সেই প্রত্যাশায় এখনো হাউমাউ কাঁদে অশ্রু রক্তবিন্দু..
সুরাইয়া পারভিন
এই তো কয়দিন আগেও বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতো আবরার হত্যার বিচার চাই। আজ যেনো তা কেবলই স্মৃতি। আবরারের সাথে সাথে থেমে গেছে যেনো পৃথিবীর সমস্ত কোলাহোল।আর যেনো কোনো আবরার কে এমনি করে থেমে যেতে না মাবুদ।
চমৎকার উপস্থাপন
নৃ মাসুদ রানা
আজ যেনো তা কেবলই স্মৃতি…..
শিরিন হক
এখন আর এধরনের কোনো কবিতা ভালোলাগেনা। খুব কষ্ট হয় আমার। তাই কবিতাটি আমি পড়লাম না। পারবনা পড়তে।
নৃ মাসুদ রানা
ঠিক আছে, তবুও একবার পড়ে মন্তব্য জানাবেন আশাকরি। ভালো থাকুন।
শামীম চৌধুরী
আবারর হত্যার বিচার চাই।ওপারে শান্তিতে থাকিস বাবা।
নৃ মাসুদ রানা
আমি আপনি আমরা সবাই বিচার চাই।
মনির হোসেন মমি
দীর্ঘদিনের নষ্ট রাজনৈতীক প্রভাবে শিক্ষাঙ্গণ আজ কলুষিত তাই ঘটছে এ রকম জানা অজানা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে একটা কথাই স্পষ্ট হল আর তা হল ক্ষমতাসীনদের রাজত্যে অন্য কারো কথা চলবে না।
প্রতিবাদী লেখা চলুক আরো। ছবিতে কাষ্মীর কেন?
নৃ মাসুদ রানা
কাশ্মীর… অনিচ্ছা কৃত