
অর্ধগলিত রাতে বিল্ডিং এর আলোগুলো নিভে আসলে
নিভে যায় ক্যাসিনো মাতানো হোস্টেলের নিয়ন আলো!
কিছু ছারপোকা আর আরশোলা ঝগড়া করে
রঙিন ল্যামপোস্টের আলোতে!
অতঃপর শহরে নেমে আসে একঝাক মুখোশপরা
অমানুষ। রাতের আধারে
চুষে চুষে খায় বেশ্যাসহ পবিত্র স্তনের দুধ!
আমরা তখন কাঁথা ঝাপটে গভীর ঘুমে বিভোর
ঠিক সেই মুহূর্তে ধর্ষণ করা হয়
বাংলাদেশ নামক এক যুবতীকে!
ঠিক সেই মূহুর্তে হত্যা করা হয় স্বাধীনতা নামক
এক টগবগে যুবককে।
তারপর,
অমানুষরা ঘরে ফিরে। আর আমরা
সকাল হলে খবরের কাগজ কিংবা নিউজে শুনি
গতকালরাতে একটি স্বাধীন দেশকে হত্যা করা হয়েছে!
রচনাঃ ২৪/১০/২০১৯
২২টি মন্তব্য
মোহাম্মদ দিদার
দিনে দিনে এ যেন নিয়ম হয়ে যাচ্ছে।
মাছুম হাবিবী
একদম দাদা
জিসান শা ইকরাম
আমরা সুধু চেয়ে চেয়ে দেখিই,
এর পর বুদ্ধিবেশ্যারা টিভিতে, ফেইসবুক সেলিব্রিটিরা ফেইসবুকে লিখতে থাকে,
এমন না হলে এরা যে বেকার হয়ে যাবে।
লেখা ভালো লেগেছে।
শুভ কামনা।
মাছুম হাবিবী
একদম ঠিক ভাইয়া
সুরাইয়া পারভিন
আর তারপর শুধু ফেলতে হয় দীর্ঘ,,,😅
চমৎকার উপস্থাপন করেছেন
মাছুম হাবিবী
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
কঠিন বাস্তবতায় লেখাটি খুব কস্টের হলেও দারুন অনুভুতি জাগিয়ে তুল্বে নিশ্চিত।
মাছুম হাবিবী
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
শুভেক্সছা অহর্নিশ।
হালিম নজরুল
চমৎকার দেশভাবনা।
মাছুম হাবিবী
ধন্যবাদ ভাইজান
আরজু মুক্তা
তারপর শুধুই দীর্ঘশ্বাস!
মাছুম হাবিবী
জ্বী আপু
শামীম চৌধুরী
সকাল হলে খবরের কাগজ কিংবা নিউজে শুনি
গতকালরাতে একটি স্বাধীন দেশকে হত্যা করা হয়েছে!
তারপর…..?
মাছুম হাবিবী
তারপর ব্লগে কিংবা স্যোসাল মিডিয়ায় দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করতে পারিনা।
শিরিন হক
অমানবিক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ হোক লেখকের প্রতিটি লেখা।
এমন লেখা দেশপ্রেম জাগ্রত করবে।দরুন লিখেছেন
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ আপু
শিরিন হক
স্যরি মানবিক
তৌহিদ
ঘটনা ঘটে যায় আর আমরা চেয়ে চেয়ে দেখি। অথচ সচেতন হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।
ভালো লিখেছ ভাই।
মাছুম হাবিবী
চুপ থাকা ছাড়া উপায় ও নাই ভাইয়া।
আমরা তো নির্বোধ জাতিতে পরিণত হয়েছি।
অনন্য অর্ণব
তারপর,
অমানুষরা ঘরে ফিরে। আর আমরা-
সকাল হলে খবরের কাগজ কিংবা নিউজে শুনি
গতকাল রাতে একটি স্বাধীন দেশকে হত্যা করা হয়েছে!
এ যেন সমসাময়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। এ জঘন্য মৃত্যুপুরী আমার হতে পারে না।
মাছুম হাবিবী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান