পাশাপাশি

মুহম্মদ মাসুদ ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ০৬:১৯:১৯পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য

 

হ্যালো, তুমি কোথায়?
আমিতো চাকরির পরীক্ষা দিতে এসেছি।
তোমার পরীক্ষা শেষ হবে কখন?
এইতো ১১ঃ৩০।
তাহলে তুমি পরীক্ষা দিয়েই আমার সাথে দেখা করবা।
কেন? কি হয়েছে? জরুরি কিছু।
হুমম, খুব জরুরি।
না মানে! আমারতো একটা টিউশনি ছিলো। তুমিতো জানো সবকিছু। তাইনা?
আজকে যেতে হবে না। তোমাকে দেখা করতে বলেছি দেখা করবা।
আচ্ছা। ঠিক আছে।
ওকে, তাহলে দেখা হচ্ছে।
এই শোন শোন, হ্যালো, হ্যালো। ধ্যাততেরি! ফোনটা কেটে গেলো। ভেবেছিলাম কিছু খাবার নিয়ে আসতে বলবো। সব মাটি হয়ে গেলো। ফোনেতো ব্যালেন্সও নেই।
আগামীকাল আমাকে দেখতে আসবে। পাত্র কানাডায় চাকরি করে। পছন্দ হলে ওখানেই নিয়ে যাবে। আমি এখন কি করবো বলো? তোমাকে ছাড়া…।
আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আমি নিজেই তো চলতে পারছি না। তারপর ছোট ভাইটি অসুস্থ। তুমি আর কিছুদিন সময় দাও আমাকে। এরমধ্যে আমি চাকরি পেয়ে যাবো।
আসলে তোমার সাথে আমার প্রেম করাটাই ভুল হয়েছে। কি দেখে যে তোমার প্রেমে পড়েছিলাম?
কি, চুপ করে আছো কেন? কিছুতো একটা বলো (জড়িয়ে ধরে হুঁহুঁহুঁ করে কেঁদে উঠলো)। সত্যি বলছি – তোমাকে ছাড়া আমি অন্য কাউকে…(হুঁহুঁহুঁ)।
আচ্ছা চলো আমরা পালিয়ে যায়। তারপর যা হয় হবে।
কিন্তু আমিতো বেকার। তোমাকে খাওয়াবো কি?
লাগবে না আমার নামীদামি খাবার। তুমি যা খেয়ে থাকবা আমিও তাই খেয়ে থাকবো। না হলে না খাবো।
সারাদিন বিড়ি খেয়ে থাকতে পারবা?
কি বললে?

১৫২১জন ১৪২৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ