
ভালোবাসার দীর্ঘ সময় ধরে রাখি একান্তে
শঙ্কাযুক্ত অক্সিজেনের বোর্ডে
অবহেলায় আমিই কেবল জুয়ারী প্রেমিক।
সময়ের লভ্যাংশ জয়ের উল্লাসে
প্রেমিক কখনও প্রেমিকাদের ক্ষমা করে না
ক্ষমা করার শৈল্পিক ক্ষমতা কথিত মানুষের
আমিও প্রেমিক; একদিন তপ্ত শ্বাসের মঞ্চে
অবহেলায় পুড়িয়ে মারার অপচেষ্টায়
প্রতিবাদে পরিতাপের কুন্ডলীতে তোমাকে
আমৃত্যু সুখে ঝুলিয়ে ভালোবাসার হুকুম দেই
অতএব, এ রাষ্ট্রে
আমি কখনও প্রেমিকাকে ক্ষমা করবো না।
২০ অক্টোবর ২০১৯, নেত্রকোণা।
২০টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
শব্দ চয়নও দারুণ
অবহেলায় পুড়িয়ে মারার চেষ্টায়
আমৃত্যু ভালোবাসার সুখে ঝুলিয়ে রাখা
কি দারুণ শাস্তি গো!
নাজমুল হুদা
শাস্তি পছন্দ হইছে নাকি 😃
মনির হোসেন মমি
দারুন শব্দ সংযোজন।
আমিও প্রেমিক; একদিন তপ্ত শ্বাসের মঞ্চে
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
সুখ দিয়ে পুড়িয়ে মারা। ভালোবাসায় অবহেলা। তব ছিন্ন হোক এ বন্দন। এক আজলা সুখে থাক একটু ক্রন্দন।
নাজমুল হুদা
শাস্তি বাস্তবায়ন হোক সকলের জন্য
আরজু মুক্তা
বন্ধন হবে
তৌহিদ
প্রেমিক কখনও প্রেমিকাদের ক্ষমা করে না
ক্ষমা করার শৈল্পিক ক্ষমতা কথিত মানুষের
আমিও প্রেমিক; একদিন তপ্ত শ্বাসের মঞ্চে……
বাবারে বাবা, প্রেমিক মন আজ হুংকার ছেড়েছে দেখছি!!
লেখা ভালো হয়েছে নাজমুল।
নাজমুল হুদা
প্রেমিক যেমন প্রেমিক তেমন প্রতিবাদী।
ভালোবাসা দিয়েও শাস্তি দেওয়া যায়।
তবুও প্রেমিকাদের ক্ষমা করে না !
ধন্যবাদ ভাইয়া 😍
আকবর হোসেন রবিন
অতএব, এ রাষ্ট্রে
আমি কখনও প্রেমিকাকে ক্ষমা করবো না।
বাহ্! কি দারুণ ফিনিশিং!
নাজমুল হুদা
শাস্তির কিন্তু ফিনিশিং নাই
আপিল করলেও শাস্তি বহাল থাকবে ।
ধন্যবাদ ভাই 😍
মোঃ মজিবর রহমান
অবহেলায় পুড়িয়ে মারার অপচেষ্টায়
প্রতিবাদে পরিতাপের কুন্ডলীতে তোমাকে
আমৃত্যু সুখে ঝুলিয়ে ভালোবাসার হুকুম দেই
ভাল লাগা রেখে গেলাম।
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ ভাইয়া 😍
নিতাই বাবু
একবার আমার গুরুমশায়’র কাছে ক্ষমা চাইলাম। গুরুমশাই বললেন, আর ক্ষমা করা যাবে না। এবারও যদি তোমাকে ক্ষমা করি, তাহলে ক্ষমার কাছেই আমাকে ক্ষমা চাইতে হবে।
তাই,
অতএব, এ রাষ্ট্রে
আমি কখনও প্রেমিকাকে ক্ষমা করা যাবে না।
নাজমুল হুদা
ক্ষমা করা উচিত না ।
সুন্দর তো ক্ষমার কাছেই ক্ষমা চাইতে হবে 😍
চাটিগাঁ থেকে বাহার
আমার একটি প্রেমের কবিতায় আমি লিখেছিলাম,
‘‘মেয়ে বলে ক্ষমা করেছি,
না হয় নিজেকে আমি কুকুরের মতো
গুলি করে হত্যা করতাম!’’
আপনার কবিতা পড়ে কেন জানি আমার লেখা সে কবিতার কথা মনে পড়ে গেল।
কবিতা সুন্দর হয়েছে।
নাজমুল হুদা
“মেয়ে বলে ক্ষমা করেছি
না হয় আমি নিজেকে কুকুরের মতো
গুলি করে হত্যা করতাম”
দারুণ মুগ্ধতা রেখে দিলাম। আসলেই ভাবনায় আমাদের ভাবায় ক্ষমা করা যায় না ।
সাখিয়ারা আক্তার তন্নী
ভাইয়া,ভালো লাগলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
জিসান শা ইকরাম
অনেক ভালোলাগা একটি কবিতা,
পঠনে মুগ্ধ হয়ে গেলাম।