কখনও ক্ষমা করে না

নাজমুল হুদা ২০ অক্টোবর ২০১৯, রবিবার, ০৯:২৮:৪২অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

ভালোবাসার দীর্ঘ সময় ধরে রাখি একান্তে
শঙ্কাযুক্ত অক্সিজেনের বোর্ডে
অবহেলায় আমিই কেবল জুয়ারী প্রেমিক।

সময়ের লভ্যাংশ জয়ের উল্লাসে
প্রেমিক কখনও প্রেমিকাদের ক্ষমা করে না
ক্ষমা করার শৈল্পিক ক্ষমতা কথিত মানুষের

আমিও প্রেমিক; একদিন তপ্ত শ্বাসের মঞ্চে

অবহেলায় পুড়িয়ে মারার অপচেষ্টায়
প্রতিবাদে পরিতাপের কুন্ডলীতে তোমাকে
আমৃত্যু সুখে ঝুলিয়ে ভালোবাসার হুকুম দেই

অতএব, এ রাষ্ট্রে
আমি কখনও প্রেমিকাকে ক্ষমা করবো না।

২০ অক্টোবর ২০১৯, নেত্রকোণা।

১০৬৪জন ৯৫৯জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ