
সমস্ত দুঃখবোধকে জলাঞ্জলি দিয়ে,
আর একবার ভালোবাসায় সিক্ত হতে চাই।
তুমুল প্রেমের স্রোতে,
আরো একবার নিজেকে ভাসাতে চাই।
না পাওয়ার বিরহে,
আবারও একবার কাঁদতে চাই।
কি কাঁদাবে তো আমায়-
ভাসাবে প্রেমের স্রোতে?
সবাই বলে কি পেয়েছো কি পাওনি,
তাই নিয়ে কষ্ট কেনো পাও?
যা পেয়েছো তাই নিয়ে সুখে থাকো না বাপু।
তাদের কি করে বুঝাই?
মনের উপর কারো জোর চলে না।
তুমিই বলো না অনিন্দ্য,
মনকে কি নিয়ন্ত্রণ করা যায়?
সে কি শোনে কারো কথা?
মন সে তো তার ইচ্ছে মতোই চলে,
ইচ্ছে মতোই পাওয়া না পাওয়ার হিসেব কষে।
এখানে তো আমার কোনো হাত নেই-
নেই কোনো অধিকার।
ওরা কেউ মন বোঝে না অনিন্দ্য,
কেউ বোঝে না।
তুমি কি বোঝ অনিন্দ্য?
হ্যাঁ হয়তো তুমিই বোঝ, তুমিই বুঝে থাকবে
২৪টি মন্তব্য
নিতাই বাবু
মনের উপর কারো জোর চলে না।
তুমিই বলো না অনিন্দ্য,
মনকে কি নিয়ন্ত্রণ করা যায়?
সে কি শোনে কারো কথা?
মন সে তো তার ইচ্ছে মতোই চলে,
ইচ্ছে মতোই পাওয়া না পাওয়ার হিসেব কষে।
সত্যি চমৎকার এক কবিতা পাঠ করলাম। শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সবসময়
বন্যা লিপি
মন বোঝে মনের বাড়ি কই?
নিত্য চলে টানের তরে
মনের টানাটানি।
মন কাঁদলে চোখ কাঁদেনা
চোখ কাঁদলে মন
অবাক হয়ে রই।
ওরে মন!
তোর খবর কেউ রাখেনা
অবাক চেয়ে রই।।
অনিন্দ্য কোন ছার! বোঝেনাতো
নিজেই মন আমার।
হৃদগভীর ছুঁয়ে গেলো কবিতা।
তাই, দুঃসাহস দেখালাম।
সুরাইয়া পারভিন
তা ঠিক বলেছেন ,,মন সে নিজেই জানে না মনের খবর,, দারুণ
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
মোঃ মজিবর রহমান
পনে পরে গেল আমার বন্ধুর কথা। পড়ার ঘরে কারিনা কাপুরের ছবি। অর বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক। একবার রাত্রে ঘরে ঠুকে ছবিটি ভেংগে ছিঁড়ে নস্ত করে দিল। তখন আমার বন্ধু বলে, মনের ভিতর আছে ছিড়বে আব্বা!!
বাবা চুপচাপ ঘরে থেকে গেল মাথা নত করে বাহিরে।
বাকি কবিতার উত্তর পরে দিবুনে আপু।
সুরাইয়া পারভিন
আসলেই তাই মন থেকে মুছে ফেলা যায় না অনিন্দ্য নামক মনের মানুষ কে,,, আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
সব কিছুর সাথে যুদ্ধে জয় হলেও মনের সাথে যুদ্ধে জয় পাওয়া দুরহ
আকবর হোসেন রবিন
সুখপাঠ্য কবিতা।
শুভেচ্ছা নিবেন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
মন গুমড়ে কাদে অজস্র ব্যাথা নাকানিচুপানিতে
মনের খবর নেইনা কেহ ভাবে সমাজের ব্যাথাতে।
আমিই যদি না থাকি দেখব কিন আর পাবই বা কি???
বোঝে না কেন কেউ প্রফুল্ল বদনে, ভাব্বে না কি???
তয় কাদা ব্যাথা ও যন্ত্রনায় আছে কিছ পাওনা
তা হয়না কিন্তু সবের ত্রিপ্তির সারা।
মিলনেই কি আছে অপূর্ণতার ত্রিপ্তি
খুজি কোন দিন তারে দিয়ে ভক্তি।
সুরাইয়া পারভিন
দারুণ বলেছেন,,,আমিই যদি না থাকি দেখবো কি আর পাবোই বাকি!
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সাবিনা ইয়াসমিন
আরেকবার ভালোবাসা মানেই, নতুন করে সব ফিরে আসা। বোঝা না বোঝার দোলাচালে দুলতে থাকা। সেই ভালো, কিছু না থাকার চাইতে বাকিটুকুই থাক।
কবিতা খুব ভালো লেগেছে ।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
ঠিক বলেছেন আপু,,আর একবার ভালোবাসা মানে পুরোনো ব্যথাকেই নতুন করে জাগিয়ে তোলা
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু ❤️
তৌহিদ
কেউ মন বোঝেনা, মনের কথাকে বুঝতে চায়না। অবুঝ মনকে নিয়ন্ত্রণ করাও দুষ্কর। মনের কথা যদি সত্যি বোঝা যেত তাহলেও কিন্তু অনেক সমস্য হতো। তবে মনের আবেগীয় অনুভূতিগুলি বোঝার চেষ্টা করা উচিত আমাদের।
মন নিয়ে সুন্দর কবিতা পড়লাম।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চাটিগাঁ থেকে বাহার
মনকে নিয়ন্ত্রণ করা যায় না?
হয়তো যায়, হয়তো যায় না! তবে মনকে নিয়ন্ত্রণ করা উচিত মনে করি। মন অনেক কিছুই চাইতে পারে। মনের এই চাওয়া পাওয়াকে ফিল্টারিং করতে হবে। ক্ষনিকের এই জীবনকে পজেটিভ ধারায় অবগাহন করতে হবে।
আপনার লেখা সুন্দর হয়েছে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
সব থেকে ভাল হয় ভালোবাসাকে এড়িয়ে গেলে।
ভাল-ই লেখেন আপনি।
সুরাইয়া পারভীন
ভালোবাসা এড়িয়ে যাওয়া যায় না ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
জিসান শা ইকরাম
মনকে নিয়ন্ত্রন করা যায় না,
এটি খুব কম মানুষ উপলব্দি করতে পারে।
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
আরজু মুক্তা
মন পুড়লেও ভালোবাসা থাকবে।হায়! ভালোবাসা।
সুরাইয়া পারভিন
ঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন