
রাখাল ছেলে,,
ঐ যে দেখছিস সবুজ গাঁয়ে,সবুজ ভরা মাঠ,
আবাদি জমি রঙিন ফসল-নেই ছেলেটার লাজ
ঐ যে দেখছিস সবুজ গাঁয়ে-সবুজ ভরা মাঠ,,
দীঘির জলে সাঁতার কাটা-সেই ছেলেটার স্বভাব!
নদী,,
ঐ খানেতে ছিল আমার সেই চপলা নদী
দুই ধারেতে কাশ বন রোদের ঝিলিমিলি,
কতো শহর ঘুরে এলাম,
পাইনি তো সবুজ গাঁয়ের ছবি ?
পানকৌড়ি আর মাছরঙ্গাদের,দৌরাত্ম্যের ভিরে
কতো নাও যে ভিড়িয়ে গেলো,মনুনদীর তীরে,
পানসি ছেলের জেলে নৌকা,কেয়ার মহাজনি…
সূর বাঁধতো বোন হাসেরে-ছলাৎ ছলাৎ ধ্বণী?
রোদ মাখাসেই ক্লান্ত দিনে গাঙচিলিকের খেলা….
জেলের জারে পড়তো ধরা রুইকাতলার দল!
কিষাণ,,
কিষাণ বৌয়ের নূপুর বাজে,নিত্য করে খোকা,
ফাগুন মাসের দুপুর হাসে,রোদ বাতাসের খেলা,
অগ্রহায়ণে সোনার ফসল, মন মাথালো গন্ধে
শস্য সফলা নদীর ধারে,ক্লান্ত দুপুর হাসে!
ঐ যে দেখছিস সবুজ গাঁয়ে-রাখল চড়ায় গোরু
কৃষক চালায় লাঙল ফলা,হাসে কৃষক বধূ,
মায়ের হাতের রান্না ভালো, সুস্বাদেতে মাখা
সবুজ গায়ে সব আনন্দ,শহর যেনো ফাঁকা!!
সঞ্জয় মালাকার/
২০টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
গ্রাম বাংলার প্রতিচ্ছবি
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপু, ভাল থাকুন সব সময় শুভ কামনা।
মোহাম্মদ দিদার
চমৎকার কাব্য পাঠে শিক্ত হলো মন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, অনেক অনেক কৃতজ্ঞতা ।
ইঞ্জা
সবুজের সমারহে গ্রামের চিত্র সুন্দর চিত্রায়ণ করলেন দাদা, মুগ্ধ হলাম আপনার শব্দশৈলীতে।
সঞ্জয় মালাকার
ধন্য যোগ্য হলাম দাদা, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ইঞ্জা
শুভেচ্ছা অফুরান দাদা
সঞ্জয় মালাকার
🌹🌹🌹🌹
নিতাই বাবু
সেই দেখা আর দেখা মেলে না। গাঁ গেরামও শহর হয়ে যাচ্ছে। সাথে সেই চেনা চিরসবুজ যেন হারিয়ে যাচ্ছে।
গাঁ গেরামের সবুজ নিয়ে সুন্দর উপস্থাপন।
সঞ্জয় মালাকার
অনেক অনেক কৃতজ্ঞতা দাদা,
একদম সত্যি বলছেন, এখন গাঁ গেরামে ও শহর হলে যাচ্ছে।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
আরজু মুক্তা
ছবিটা দারুণ হয়েছে। প্রাণবন্ত। অনেকদিন এমন দেখিনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি,
শাহরিন
গ্রাম বাংলার অসাধারণ বর্ননা করেছেন। এখনকার দিনের মানুষ এসব দৃশ্যপট এখন আর দেখতে পায় না।
সঞ্জয় মালাকার
হু – ঠিকই বলেছেন দিদি এমন দৃশ্যপট এখন আর দেখা যায় না। এখন তো গাঁ গেরামও শহর হয়ে যাচ্ছে।
ধন্যবাদ দিদি, ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা।
চাটিগাঁ থেকে বাহার
হারিয়ে যাওয়া যুগের কথা স্মরণ করিয়ে দিলেন। এখন যান্ত্রিক যুগ। সামনে আসছে রবোটিক যুগ।
কবিতা সুন্দর হয়েছে।
সঞ্জয় মালাকার
আমি মোহিত হলাম দাদা, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
জিসান শা ইকরাম
সুন্দর বর্ণনা,
ভালো লেগেছে খুব।
সঞ্জয় মালাকার
ধন্য যোগ্য হলাম –
অনেক অনেক ভাল লাগা ও ভালোবাসা রইলো শ্রাদ্ধে ভাইজান ।
মনির হোসেন মমি
আপনার কবিতা পড়লেই সেই গ্রামে ফিরে যেতে মন চায়। সেই সুজলা সুফলা শষ্য শ্যামলা গ্রামটিকে খুব মিস করি। খুব ভাল হয়েছে কবিতা।
সঞ্জয় মালাকার
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা শ্রাদ্ধে দাদা
শুভেচ্ছা অবিরাম।