
৷স্বার্থ,,
আমি তোমারে রাখিবো না
মোহ গর্তে।
এভুবনে মানব রূপে আসা মানে
কিছু স্বার্থে।
স্বার্থে ফুরালে সবাই হয় পর
মানব শব্দের অর্থই স্বার্থপর
আমি তখন নিজ স্বার্থে থাকি বিভোর !
উদয় অস্ত রাখিবনা এই অস্তে
তোমারে ধরে!
মরবো সবাই, অন্যে কেরে নেবে সবি
ঘর, বাড়ি ভিটে মাটি, সবি থাকবে পড়ে!
মরণ যেদিন হবে তোমার
তখন কেউ থাকবে নারে,
সেদিন শব্দ হবে নীরআকার।
বাউলা মন একটু বোঝার চেষ্টা কর,
তোর মরণের অপেক্ষা, শ্মশানে রয়েছে শূন্য ঘর।
১৬টি মন্তব্য
নাজমুল আহসান
মানব শব্দের অর্থই স্বার্থপর
সঞ্জয় মালাকার
হু – ধন্যবাদ দাদা।
মোস্তাফিজুর খাঁন
খুব ভালো লাগলো,,, দাদা ।
বিবর 👉 বিভোর
বাড়ি বিটে মাটি, 👉 বাড়ি, ভিটে, মাটি,
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, অনেক অনেক ভালো লাগা রইলো।
সাবিনা ইয়াসমিন
স্বার্থের কাছে সবাই নত হয়। স্বার্থপরের মরণের ভয় নেই। সে বিনা-স্বার্থে মরতেও চায় না।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
হু- ঠিকই বলেছেন দিদি,বিনা স্বার্থে মরতেও চায় না।
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো।
মোহাম্মদ দিদার
স্বর্থের কাছেই মানিষ নতজানু হয়।
চমৎকার ভাবে উপস্থাপন করেছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
স্বার্থহীন মানুষ নাই। অথচ মরে গেলে সব শেষ!
সঞ্জয় মালাকার
হুম একদম সত্য কথা দিদি,
স্বার্থ ছাড়া মানুষ পরলোগ গমন করুক এই কামনা করি, শুভেচ্ছা রইলো দিদি।
মনির হোসেন মমি
দুনিয়া মানব চোখ বুজিলে সবিই ফাকি। দারুণ অনুভুতি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা অফুরন্ত।
নিতাই বাবু
যথার্থই বলেছেন। নশ্বর ভবসংসারে আমরা মানবজাতি এমনই।
সঞ্জয় মালাকার
অনেক অনেক ধন্যবাদ দাদা,
নশ্বর বভসংসানে আমারা মানব জাতি এমনি,
সত্যি কথা দাদা।
শাহরিন
প্রতিটি ঘটনার পেছনে স্বার্থ কাজ করে। ভালো আর খারাপ এই আর কি!!
সঞ্জয় মালাকার
এই আর কি, এর ভিতরে সামাজিক আলো-আঁধারির স্বার্থ , ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো।