
💝 চোখের বালি 💟
– মোস্তাফিজুর খাঁন
এই ছদ্দবেশ যাবে মিশে,
আর কখনো দাঁড়াবো না তোরই গা ঘেঁষে ।
রয়ে যাবে সেই কোলাহল আগের মত,
থেকে যাবে সেই আগুনে পোড়া ক্ষত ।
থাকব তো আমিও, কিন্তু একটু দূরে !!
রবে না কোনো ভালোবাসা সেই মধুর সুরে ।
চোখের পাতার কাজল হয়ে যাবে কালি,
কত মধুর তোর ভালোবাসা হয়ে যাবে চোখের বালি ।”””
৩০টি মন্তব্য
নাজমুল হুদা
ব্যর্থ হয়ে হেরে গেলে হয়ে এমনেই হয়
চোখের বালি ।
শুভ কামনা 😍
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ,,, ভাই
শফিক নহোর
অসাধারণ কবি ।
মোস্তাফিজুর খাঁন
লজ্জা দেবেন না । আপনাদের থেকে শিখছি মাত্র । ধন্যবাদ
মাছুম হাবিবী
সুন্দর লিখেছেন
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, ভাইয়া
মোঃ মজিবর রহমান
চোখের পাতার কাজল হয়ে যাবে কালি। ভাল কবি
মোস্তাফিজুর খাঁন
🙈🙊
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম। লেখককে শুভেচ্ছা।
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ,,, স্যার ।
নিতাই বাবু
দুঃখিত! স্যার নয়, সরাসরি দাদা বলে সম্বোধন করলেই আমি মহা খুশি।
আরজু মুক্তা
কবিতা তো ভালো লিখেন।
তো হয়ে যাক এক কাপ চা!
মোস্তাফিজুর খাঁন
জ্বি,,,!!! আমার চা খেতে ভয় করে,
যদি জিহবা পুড়ে যায় !!!
আইসক্রিম হলে কেমন হয় ? ম্যাডাম
রাফি আরাফাত
চোখের পাতার কাজল হয়ে যাবে কালি,
কত মধুর তোর ভালোবাসা হয়ে যাবে চোখের বালি ।”””
না জানি আরও কতো সুন্দর মানুষের কল্পনা।
ভালো লাগছে ভাই
মোস্তাফিজুর খাঁন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । বড় ভাই
নাজমুল আহসান
ছবির হাস্যোজ্জ্বল কন্যার জন্যেই এতকিছু? 🙄🙄
ইনিই কি আমাদের কবি মোস্তাফিজুরের মন ভেংেছেন? 😑😑
মোস্তাফিজুর খাঁন
লজ্জায় পরে গেলাম, ভাইয়া ।
ছবিটা সংরক্ষিত ।
আমার মনটা হয়তো পানির মত । যা কাটা যায় না, ভাঙ্গা যায় না, পোড়ানো যায় না ।
মনির হোসেন মমি
কলাহল
সম্ভবত টাইপ মিষ্টেক ো পড়েনি ক তে।
প্রেম বিরহে দারুণ কবিতাটি।
মোস্তাফিজুর খাঁন
সংশোধন করছি,,, স্যার ।
ধন্যবাদ
মনির হোসেন মমি
আমরা এখানে স্যার কেউ না। আমাদের কাছে এ ডাকটা একটু অন্য রকম লাগে তাই “ভাইয়া” বললেই যথেষ্ট। ভাল থাকবেন। লেখায় ভুলভ্রান্তি থাকবেই তাই যেন লেখা লিখা বন্ধ করবেন না। লিখুন এবং অন্যের পোষ্ট বেশী বেশী পড়ুন দেখবেন আপনার লেখায়ও অনেক উন্নত হয়ে গেছে।
শবনম মোস্তারী
অভিমানী ভালোবাসা….
ভালো লাগলো।
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ
তৌহিদ
কবি কি আর এমনেই এমন অভিমানী হয়েছে? ছবিটিই তো বলে দিচ্ছে সব কিছু।☺☺
মোস্তাফিজুর খাঁন
🙈 কি যে বলেন না, ভাইয়া !!!!
শাহরিন
অভিমানী মনের কথা অনেক সুন্দর করেই উপস্থাপন করেছেন।
মোস্তাফিজুর খাঁন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
দালান জাহান
খুব সুন্দর
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ,,, ভাই
সঞ্জয় মালাকার
চমৎকার উপস্থাপন,ভালো লাগলো খূব।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, দাদা