আমাকে ফিরিয়ে দাও

সৌরভ হালদার ২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ১১:১০:০৯পূর্বাহ্ন সাহিত্য ৫ মন্তব্য
               বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আমাকে ফিরিয়ে দাও
এসকেএইচ সৌরভ হালদার

আমাকে ফিরিয়ে দাও
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কে
স্বাধীনতার জন্য দিয়েছিল যে
প্রতিশ্রুতি।

সেই উচ্চ কণ্ঠস্বরে
লক্ষ লক্ষ মানুষের মাঝে,
দিয়েছিল ভাষণ
তাকে ফিরিয়ে দাও।

১৫ ই আগস্ট এ মেরে ছিল
ওই নরখাদকরা
সবুজ অরণ্য প্রকৃতিকে দিয়েছিল রক্তে রাঙ্গা করে ,
সেদিন পাখিরা নীড়ে ঘুমিয়ে ছিল
নদীতে উঠেছিল জলোচ্ছ্বাস।
বাতাস বইছিল উতলা
ফিরিয়ে দাও আমাকে
বাংলা মাটির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে।

৬৮১জন ৬১৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ