
হালকা ঠাণ্ডার দেশে যখন জেগে উঠি
অভাবসিক্ত গবেষণার কেন্দ্রগুলো ইশারায়
ডাকে- ছত্র ছায়ায় লালিত কতগুলি অপুষ্টিজনিত অভাব।
যে অভাব কারো উঠোন হাসানোর কথা
লিঙ্গ চিহ্ন দোলনায় চিত করে হাত বুলাতে
বলে- মানবতার সন্ধানী কী রিসার্চ করবি?
ওরা আধা আলোতে ভুলের বয়ঃসন্ধিকাল ফেলে গেছে।
স্কুলের গণ্ডিতে কোষ্ঠকাঠিন্যে ভোগা যে অভাব
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে নিষিদ্ধ শব্দের প্ল্যাকার্ডে
দাঁড়িয়ে থাকে- যতক্ষণ ধর্মালয়ে ব্যথার চিৎকার না জমে।
পথে সারি সারি এক ঝাঁক আহত বিবেক
ডানা ভাঙ্গা পাখির মতো এগিয়ে যেতে যেতে
গবেষণাসিদ্ধ ডিএনের ধারালো শব্দের ময়নাতদন্ত
প্রস্তুতি সম্পন্ন করে- কবে মিটবে লজ্জিত অভাবের দাবি?
যে আমার সহধর্মিণী-
সনাতন পদ্ধতিতে দেহ গুনে অগোচরে লাভবান খামারী;
অতঃপর–
সেই নৈতিকতার আদি গবেষণাগার খসে খসে পড়ে
স্যাঁতস্যাঁতে রক্তে- লাল সবুজের পাকস্থলী প্রসব করে
বিচারহীনতার অপুষ্টিতে ভোগা একেকটি নাদুসনুদুস অপরাধ।
নেত্রকোনা, ময়মনসিংহ
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
‘নাদুসনুদুস অপরাধ’ দারুন শব্দ প্রয়োগ।
বিষ-বৃক্ষ ফলে-ফুলে সুশোভিত হয়ে বিষ-বাষ্পের বীজ হাতে নিয়ে দিকে দিকে ছড়িয়ে/জড়িয়ে পড়ছে।।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
প্রতীকী কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ
তৌহিদ
কবিটাটি দু একটি ইংরেজি শব্দের ব্যবহার বাংলায় হলে আরও অপুর্ব হতো ভাই। লেখা ভালো লেগেছে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
আহত বিবেক,নৈতিকতার পদস্খলন। আমাদের রুগ্ন সমাজককে কলমের ছোঁয়ায় দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
সাবিনা ইয়াসমিন
অনৈতিক গবেষণাগার থেকে নাদুস নুদুস বেজন্মারাই জন্মাবে। পাপ ক্রমেই অভিশাপে পরিনত হচ্ছে শীতলতার ছত্রছায়ায়।
খুব চমৎকার করে দেশের বর্তমান নৈতিক পরিস্থিতি তুলে এনেছেন নাজমুল। ভালো লেখেন এখন আর এটা বলার আবশ্যকতা নেই।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 😍
হাফেজ আহমেদ রাশেদ
বেশ সমৃদ্ধশালী শব্দের কারুকাজ, ভালো লেগেছে লেখাটি
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাই