
অনাথ,,
মা’গো হারিয়ে গেলা একলা পেলে
আসছি বলে দূরে,
হাজার মানবের ভীরে,
মাগো কাঁদতে কাঁদতে বুক ভাসে মোর
হারিয়ে যেন না যাই মা,তোমার হাত টা ছেড়ে!
মা’গো হারিয়ে গেলা একলা পেলে
আসিছি বলে দূরে।
মা’গো অনাথ দেখে বাবু আমায়
ঝরিয়ে ছিলো বুকে
মা’গো জল মুছে সেই সুখ
ভয় গেলো মা দূরে,!
মা’গো হারিয়ে গেলি একলা পেলে
আসছি বলে দূরে!
মা’গো তোমার মতো দামীও আমার
ওই আকাশের গায়,
নিলো কোলে তুলে,
নিশিথ রাতে জ্বলে উঠে
আকাশ ভরা তারা!
মা’গো বুকের দুধের স্বাদ
কেমন মধু হয়,
মা’গো স্বাদ পাবো কি
স্বাদ তো বুকে রয়!
বলছি আমি তোমরা যার মা পেয়েছ
জানো তো নিশ্চয়
আমার মতো এমন দশা
আর কারো যেন না হয়!
মা’গো পালিয়ে গেলি একলা পেলে
আসছি বলে দূরে
মা’গো দোলনা দিয়ে কেউ ঘুম পাড়ায়নি
আদর মাখা কোলে,
মা’গো এমন কেউ তো হয়নি খুশী
সোনা পাখি বলে!
মা’গো তোমার বুকের খুব কাছে
মায়া ঝরানো কোল
অন্য সকল ঘুমায় যখন
ঘুম পড়ানো বলে!
আমি তখন একলা থাকি
খোলা আকাশটা ধরে,
মা’গো ঘুম আসেনা চোখের পাতা
বুক কাপে মোর ভয়ে!
মা’গো একলা পেলে হারিয়ে গেলি
আসছি বলে দূরে!
মা গো ঘর ক্ষাণি সেই
সেই তো আমার নই,
মা’গো নতুন বাবু ঘুমিয়ে সেথায়,
ঘুম যেন না হয়, মা’গো ডুকতে লাগে যেন ভয়!
মা’গো আসছি বলেই হারিয়ে গেলি
আমায় ছেড়ে দূরে!
সঞ্জয় মালাকার //
১১টি মন্তব্য
মাসুদ চয়ন
ফেলে/ভিড়ে/ঢুকতে-দাদা টাইপিং মিস্টেক। সম্পাদনা করে নিন।মাকে নিয়ে আবেগী অনুরণন।মায়েরা অনন্য দর্শন।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা ,
ভালো থাকুন সব সময় শুভেচ্ছা অফুরন্ত।
শিরিন হক
বানান টাইপিং এর জন্য ভুল হয়েছে হয়তো ঠিক করে নিলে মাকে নিয়ে যে আবেগ কবিতায় প্রকাশ করেছেন মনটা খারাপ হয়ে গেলো।আমিও তো মা। কোনো সন্তান যদি কাঁদে আমারও কস্ট হয়।
বেশি করে কবিতা পড়ুন।
কবিতাকে ভালবাসুন।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দিদি
মেবাইলের টাইপিং এ কিছুটা সমস্যা।
ট্রাস কাজ করছে না ঠিক মতো,
ভাল থাকুন আপু শুভ কামনা।
ছাইরাছ হেলাল
মায়ের অভাব অপূরণীয়।
সঞ্জয় মালাকার
হুম, ঠিক বলেছেন দাদা
মায়ের অভাব অপূরণীয়।
ধন্যবাদ দাদা ভাল থাকুন সব সময় শুভ কামনা।
শামীম চৌধুরী
আমার মা আমাকে একলা ফেলে হারিয়ে গেছেন আজ থেকে ৫০বছর আগে। তাপরও আছি বেঁচে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, ঈশ্বর আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক এই কামনা না করি।
আরজু মুক্তা
মা,কথাটি ছোট হলেও,এর ব্যাপকতা বেশি।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন আপু,
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
জিসান শা ইকরাম
মাকে নিয়ে আবেগময় কবিতা ভাল লেগেছে।
শুভ কামনা।