
শুভ রাত্রী সা দা মা ঠ…..
টাইমপাস //
তুমি কি জীবন টাকে টাইমপাস ভাবো
নাকি টাইমপাস টাকে জীবন?
যদি তাই ভাবো তবে তুমি ভুল করছ!
জীবন টা বড়ো কঠিন
টাইমপাস না!
তুমি জীবন কে উপলব্ধি করো
জীবন তোমাকে আগামী দিন দেবে।
তুমি জীবন কে ভালো বাসতে শিখো
ভালো রাখতে শিখো
জীবন তোমাকে প্রজন্ম থেকে প্রজন্ম দেবে!
তুমি জীবন কে নিয়ে সময় উপযোগী হও
জীবন তোমাকে শিক্ষা জ্ঞান দেবে!
আমি সত্যি বলছি ….
তুমি ভালো থাকবে, যদি জীবন কে ভালোবাসতে শিখাও!
তুমি কাউকে ভালোবেসে টাইমপাস মনে করনা
মনে করোনা টাইমপাস টাকে ভালোবাসা!
তুমি হয়তো টাইমপাস ভাবো
কিন্তু তার কাছে তোমার ভালোবাসা টা চাওয়া পাওয়া
জন্ম মৃত্যু পর্যন্ত!
আমি আবারও বলছি….
জীবন টা বড় কঠিন, টাইমপাস না!
তুমি কি মনে করো এখানেই শেষ, না-
এখনো বহু দূর যেতে হবে!
জীবন তো শুরু হয়েছে মাত্র
বিতর্কের যাত্রায়, আগামীর পদচারনায়!
তুমি কি জানো তোমার টাইমপাস হতে পারে
কারো সারা জীবনের কলঙ্ক।
এখনো সময় বুঝতে শিখো
যাকে তুমি ভালো বাসো তাকে তুমি মমতায় ভরিয়ে দিও!
সে তোমাকে সারা জীবন ভালোবেসে যাবে!
তুমি কি জীবন টাকে টাইমপাস ভাবো
নাকি টাইমপাস টাকে জীবন?
সঞ্জয় মালাকার // একান্তঅনুভূতি।
ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।
১৭টি মন্তব্য
শাহরিন
ভাইয়া এই তুমি কে জীবন না শিখিয়ে আসেন আমরা আগে আমি কে জীবন শেখাই।
সঞ্জয় মালাকার
শুভ সকাল আপু,
আনন্দে কাটুক সরাদিন শুভেচ্ছা রইলো।
হুম, আগে জীবন পরে আমরা
জীবনকে নিয়েই আগামীর পথচলা।
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
জীবন টাইমপাস নয়,
ভাল লিখেছেন।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
মাহবুবুল আলম
জীবনে সময়ের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ। সময়কে যারা টাইপাস মনে করে সময়ও তাদের পাশকেটে চলে যায়। হাজার চেষ্টায়ও আর তাকে ধরা যায় না।
সুন্দর লিখেছেন। সবার কাজে আসবে লেখাটা। নিরন্তর শুভেচ্ছা!
সঞ্জয় মালাকার
হুম, ঠিকই বলেছেন আপনি,
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ও
অনেক অনেক শুভ কামনা। 🌹🌹
বন্যা লিপি
দাদা,আগে আপনার সাথে ঝগড়া আছে। আপনে আমার সিগনেচার (//) নকল করতেছেন কেন সেইটা আগে বলেন। অবিলম্বে পরিত্যাগ না করলে। সমন জারি হবে। পরে আসবো লেখার মন্তব্য নিয়ে ।
সঞ্জয় মালাকার
রাগ হইয়েন না আপু আমি তো আপনার ছোট্টভাই
হই , আমি চেঞ্জ করে দেবে।
সঞ্জয় মালাকার
না আপু আমি নকল করিনি
কারন এই সিগনেচার আমি আগে থেকেই ফেইসবুকে আমার পোস্ট গুলোতে মাঝে মধ্যে দিয়েছি তাই।
যদি এই সিগনেচার আপনার হয়ে থাকে তাহলে আমি
চেঞ্জ করে নেবো।
ধন্যবাদ আপু রাগ হইয়েন না আমি তো আপনার ছোট্ট ভাই হই, ভুল হলে ক্ষমাকরবেন।
বন্যা লিপি
হা হা হা হা…….. দাদা আপনে ডরাইছেন? ডরাইয়েন না ডরাইয়েন না। আমি মজা করলাম মাত্র! ফেসবুকে যদি আপনি আগে থেকেই এই // চিন্হ দিয়া আইসা থাকেন। তাইলে তো আমারই ঝগড়া করাটা ভুল হইলো ছোটদা! // এটা আমি ব্যাবহার করি নিছক সিগনেচার হিসেবে এবং বাকি কারনটা উল্লেখ না করলাম এখানে আর।
আপনি মান রেখেছেন আমার এতেই খুশি। আপনিও মনে কিছু নিয়েন না, আমরা আমরাই তো……….!!
সঞ্জয় মালাকার
ডরাবো কেনো দিদিভাই.. ডরানোর কোন করন নেই –
আমি যেতু আপনাকে বড় দিদি বলেছ,
আমি সেইস্নেহ থেকেই করেছি
দিদির প্রতি ভাইয়ের সম্মান।
ধন্যবাদ দিদিভাই, শুভ কামনা রইলো।
রেহানা বীথি
জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান।
ভালো লাগলো আপনার লেখা।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম আপু,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
আরজু মুক্তা
ভালো লাগলো!!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, অনেক অনেক ভালো লাগা রইলো।
সাবিনা ইয়াসমিন
আমি জীবন কে খুবই মূল্যবান ভাবি। প্রত্যেক সেকেন্ড, প্রতি মিনিট- ঘন্টা আমার কাছে অত্যন্ত দামী। সময়ের অপচয় যারা করেন, তাদের জন্য দুঃখ হয়। আমাদের একটাই জীবন, সময়গুলোও নির্ধারিত করা। নির্ধারিত সময়ের মাঝেই জীবন কাটাতে হয়, সাজাতে হয়।
শুভ কামনা দাদা, ভালো থাকুন 🌹🌹
সঞ্জয় মালাকার
হুম একদম সত্যকথা আপু,
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।