
সম্পর্ক,,
যুক্ত হয়েছি তোমার জীবনে
ধরম পত্নী হয়ে ,
তুমি সঙ্গ দিও আমার…
জীবনের শেষ নিশ্বাসে!
তুমি দিয়েছ আমায় আদরে মমতায়
সত্যের রঙিন রং,
আমি সেই রংয়ে সাজিব সারাটা জীবন?
তুমি দিয়েছ আমায় শঙ্খ সিঁদুরে আমায় রাঙিয়ে
আমি রং তুলেছি তোমার স্নেহ মায়ার বন্ধনে!
তোমায় পেয়েছি ওগো বাস্তব জীবনে
প্রেম ভালোবাসায়,সম্পর্কের বাঁধনে,,
তুমি রাখিও তোমার চরনে,
স্ত্রী বন্ধনে?
আমি অচেনা গাঁয়ে সেই কিশোরী মেয়ে
এসেছি তোমার স্মরণে,
যদি কোন ভুল হয় ক্ষমা করে দিও
তোমার আদরে!
আমি যুক্ত হয়েছি তোমার জীবনে
জীবন মৃত্যু পর্যন্ত।
স্বামী,,
ওগো তোমায় নিয়েছি ঝরিয়ে
জীবনের পাড়ায় পাড়ায়,
তুমি সম্মান করিও সাংসারিক নিয়ম,
ভক্তি করিও সকল গুরুজন,
তুমি থাকবে সবার আদরি হয়ে….
তুমিও সম্মান পাবে প্রতিটা অক্ষরে অক্ষরে!
সঞ্জয় মালাকার//
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সম্পরক! এটা নিয়া ভাবছি বেশ কিছুদিন কিন্তু কোন কুল কিনারা পাচ্ছিনা।
সঞ্জয় মালাকার
সম্পর্কের শেষ নেই – ভাই
সম্পর্ক অন্তহীন মৃত্যুর আগপর্যন্ত চলতে থাকে।
ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইলো 🌹🌹
তৌহিদ
সম্পর্কের কুল কিনারা পাওয়া মুশকিল। আবেগের সীমানা অসীম। আজ পর্যন্ত কারও সাধ্যি হয়নি তার শেষ দেখার।
সঞ্জয় মালাকার
হুম ঠিকই বলেছেন ভাই সম্পর্কের শেষ নেই
সম্পর্ক দীর্গজীবি যুগের পর যুগ চলতেইথাকে।
ধন্যবাদ তৌহিদ ভাই ভালো থাকুন সম্পর্কের বন্ধনে শুভ কমনা রইলো।
তৌহিদ
শুভকামনা রইলো দাদা
জিসান শা ইকরাম
ভালো হয়েছে,
লেখার প্রতি আরো যত্নশীল হতে হবে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ভালোলাগা ও শুভেচ্ছা রইলো।
হু , চেষ্টা করি ভাই কিন্তু হইচ্ছে না
যদি আপনাদের আশীর্বাদ থাকে সঙ্গে সিন্ধুপারে রবে না ভয়।
বন্যা লিপি
সম্পর্কের ব্যাপার গুলোই এমন ভেবে বা বিচার করে সমাধান পাওয়া যায়না। আবেগ আর যত্নশীল হতে হয় পরম যত্নে।
সঞ্জয় মালাকার
হুম, ঠিকই বলেছেন আপু যত্নশীল হতে হয় পরম যত্নে।
ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইলো🌷🌷
মনির হোসেন মমি
সম্পর্কের আহাজারি বেশ ভাল ভাবেই উপস্থাপন করেছেন।আরো একটু খেয়াল করুন আপনার লেখার মান কিন্তু অনেক ভাল।ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই চেষ্টা করি ভালো করা।
শুভেচ্ছা রইলো 🌹
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম, অসংখ্য ধন্যবাদ দাদা
ভালো লাগা রইলো।
আরজু মুক্তা
সম্পর্ক টা বিনি সুতোয় বাধা থাক আজীবন।।