একটি পুরাতন কথা

রাহুল উজ্জ্বল ৪ অক্টোবর ২০১৩, শুক্রবার, ০২:৫১:৩২পূর্বাহ্ন পরিবেশ, ভ্রমণ ৭ মন্তব্য

ঢাকার মানুষ না কি আঁকাশ দেখে না এখন শুধু আঁকাশ না সাথে মক্ত বাতাসও পাবে সেটা হাতিরঝিল। অথচ কিছু দিন আগে এই হাতিরঝিল ছিল দূর গন্ধ যুক্ত একটি স্থান। আর এখন ফ্রেন্ড এর সাথে আড্ডা দেওয়ার একটা সুন্দর স্থান।

এইটার মূলে রয়েছে আমাদের সরকার। জনগন যদি বোঝে তাহলে আওয়ামী লীগকে আর ভোট চায়তে হবে না। মানুষ এমনে আওয়ামী লীগের প্রেমে পড়ে যাবে।

৭৬০জন ৭৬০জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ