গল্প কবিতা উপন্যাসের পাতায় পড়া “লাশের মিছিল” শব্দটি আজ নিজের বুকে হাতুরীপেটা করছে।

মুসলমান মৃত্যুবরণ করলে আমার চেতনার দন্ড দাঁড়িয়ে যায়। নীল অশ্রুতে প্লাকার্ড লিখে খালিপায়ে দৌড়ঝাঁপ করি তপ্ত পিচের এপারে ওপারে।

হায়! মানবতা এখন ধর্মের শৃঙ্খলে আবদ্ধ। যতদিন তাকে ধর্মের বেড়াজাল থেকে বন্ধন মুক্ত করতে চেয়েছি, আমাকে কাফের বেইমান বেধর্মী তকমা মাথায় নিয়ে চুপ করে থাকতে হয়েছে!

তারা নাকি মুসলমান! আমার ভাই? কিভাবে পারলো এই লাশের মিছিলের আয়োজন করতে? কি লজ্জা!!

ইসলামে কোন দল থাকতে পারেনা। শান্তির বার্তা নিয়ে যে ধর্ম সাত আসমান থেকে শুরু করে ধরণী পর্যন্ত বিস্তৃত তাকে অপমান অপদস্থ করাই এসব দলের প্রধান লক্ষ্য।

মুসলমান কখনো জঙ্গি হতে পারেনা। বরং জঙ্গিরাই ইসলামের নাম ভাঙিয়ে আসছে সৃষ্টির আদি থেকে!

ইতিহাস সাক্ষী, যখনই যারা ইসলামের নাম ভাঙিয়ে অপকর্ম করে ধর্মকে প্রশ্নবিদ্ধ করেছে তারাই ধ্বংস হয়েছে। তাদের মুন্ডু দ্বিখণ্ডিত হয়েছে জুলফিকারের আঘাতে।

গেঁয়ো সামাজিক রোশানল আর ধর্মের গ্যাঁড়াকলে, “মানবতা” নামক শব্দটিকে এখন আমি লিপিবদ্ধ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায়….

৮৬৮জন ৬৯৬জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ