মস্তিষ্কের খেলা

মুইদুজ্জামান ২ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ০৫:১৯:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

আজ আমাদের সমাজে এই সাইকোলজিক্যাল খেলাটা বেশি চলছে। আমাদের সামনেই হচ্ছে । যাদের দেখার চোখ আছে তারা দেখছি , যাদের চোখ নেই তারা এই খেলাকেই জীবনের আসল অর্থ মনে করে ছুটে চলেছে।
আজকের সমাজের প্রতিটা মানুষই অন্যকে তার নিজের দিকে মটিভেট করতে চায়। নিজের ধ্যান ধারণাকে অন্যের মাথায় ঢূকিয়ে দিতে চায় । যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি “Motivational Speech” আর খাস বাংলা ভাষায় বলতে বলা হয় “মগজ ধোলাই “।
এই মগজ ধোলাই মানুষকে তার নিজস্ব সত্তা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। অন্যের ধারণাকে মাথায় নিয়ে পথ চলতে শুরু করে দিচ্ছে।নিজের সাথে নিজের ধারনা নিয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে।

৬২৫জন ৫২৮জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ