আজ আমাদের সমাজে এই সাইকোলজিক্যাল খেলাটা বেশি চলছে। আমাদের সামনেই হচ্ছে । যাদের দেখার চোখ আছে তারা দেখছি , যাদের চোখ নেই তারা এই খেলাকেই জীবনের আসল অর্থ মনে করে ছুটে চলেছে।
আজকের সমাজের প্রতিটা মানুষই অন্যকে তার নিজের দিকে মটিভেট করতে চায়। নিজের ধ্যান ধারণাকে অন্যের মাথায় ঢূকিয়ে দিতে চায় । যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি “Motivational Speech” আর খাস বাংলা ভাষায় বলতে বলা হয় “মগজ ধোলাই “।
এই মগজ ধোলাই মানুষকে তার নিজস্ব সত্তা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। অন্যের ধারণাকে মাথায় নিয়ে পথ চলতে শুরু করে দিচ্ছে।নিজের সাথে নিজের ধারনা নিয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে।
৭টি মন্তব্য
মনির হোসেন মমি
এটা খুব বাজে একটা অবস্থা।জীবনকে তার স্বাভাবিক নিয়মেই চলতে দেয়া উচিত।অল্প কথা বেশ অর্থবহ লেখা।
প্রহেলিকা
ফেসবুকীয় স্ট্যাটাস এর মত মনে হলো। বিস্তারিত বলাই যেত।
মুইদুজ্জামান
আমার কাছে এইটুকুই বিস্তারিত মনে হয়েছে
প্রহেলিকা
🤣🤣🤣
👎👎👎
তৌহিদ
মটিভেশনাল স্পীচ ভালো জিনিস, তবে যাদের উদ্দেশ্য দেয়া হয় তারা কিভাবে নিচ্ছেন সেটাই ভাবার বিষয়।
মুইদুজ্জামান
তবে একমুখি মটিভেশন দেওয়া ঠিক না। সবার সামনে সব বিষয় তুলে ধরা দরকার । তারপর তাকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়ার জন্য
মোঃ মজিবর রহমান
আমি যা বলছি করা না কেণ?? লেখ আমি যা বলছি লেখ।
কিছু কিছু আছে এই মগজ অন্যের হয়ে কাজ করে তখন নিজের বলে কিছু ভাব্বার সময় না পেতে পেতে আর ভাবার চিন্তা শক্তি কাজ করে না। খুব বিরক্তি কর।