পান্থ//

বন্যা লিপি ৮ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ০১:২৫:৩৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

নিরণ্ণ এক পান্থ পথিক। ঔজ্বল্যের তীব্রতায় ধূসর মরুর বুক চিড়ে নিঃশ্বাসের ঘোড়দৌড় পরিক্রমায় ওষ্ঠাগত প্রাণলয়ে অবিরতঃ ছুটেচলা এক অধরা স্বপ্নের খোঁজে।

খেজুরের কাঁটায় হেলান দিয়ে নামে দীর্ঘ রাত্রির বাঁকা চাঁদ। জ্যোৎস্নালোকিত চিকচিকে বালুকনার প্রতিবিম্বে আপনছায়ায়। মূগ্ধতা রেখে রেখে তাবু গেড়ে প্রতীক্ষা, কোনো এক আফ্রোদিতি’র। মরিচিকার ঠিকরে পরা আলো চিনতে চিনতে হয়ে ওঠে এক বেদুঈন যাযাবের রুপকার। এখানে খুঁজোনা আমায়। বাতাসে শিস্ কেটে কেটে বলে যায়, আফ্রোদিতি’র সুরেলা ধ্বনি।নিসর্গের ভূমি চেয়ে আছে বাড়িয়ে দু’বাহু।….”ওঠো পথিক, টেনে নিয়ে এসো অকাল বারিধারা রুক্ষ প্রান্তরের বুকে”…কিন্নরি ঝর্ণা প্রবাহিত হোক ক্ষয়ে যাওয়া পাথরের বুকে নিত্য ঝুমুর তালে।জলে নুয়ে আসুক হলদে পাখির পালকের স্নিগ্ধতা। তুমি হয়ে ওঠো এক দূর্নিবার বিদ্রোহী যোদ্ধা। বালুময় প্রান্তর তোমার নয়।ঊর্বশী রঙ্গীনি সবুজের মোহনার আবাহনে উঁচাও তোমার খাপখোলা কৃপাণ।

দেখিয়ে দাও খর্বতা তোমার পরিচয় নয়। সরাও তোমার মুখ ঢাকা কালো কাপড়।অজস্র বছরের বোবা বন্ধাত্ব ঘোচাও।উত্তরসূরীর জবাব দেবার প্রস্ততি নেবার সময় করোনা নস্ট। নিরন্ন অবষন্নতা ছিঁড়ে ফেলে জেগে ওঠো হারকিউলিসের খোলসে। তোমাকে অভিবাদন হে পান্থপথিক,তোমাকে অভিবাদন।

১১৬৮জন ১১৬৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ