নিরণ্ণ এক পান্থ পথিক। ঔজ্বল্যের তীব্রতায় ধূসর মরুর বুক চিড়ে নিঃশ্বাসের ঘোড়দৌড় পরিক্রমায় ওষ্ঠাগত প্রাণলয়ে অবিরতঃ ছুটেচলা এক অধরা স্বপ্নের খোঁজে।
খেজুরের কাঁটায় হেলান দিয়ে নামে দীর্ঘ রাত্রির বাঁকা চাঁদ। জ্যোৎস্নালোকিত চিকচিকে বালুকনার প্রতিবিম্বে আপনছায়ায়। মূগ্ধতা রেখে রেখে তাবু গেড়ে প্রতীক্ষা, কোনো এক আফ্রোদিতি’র। মরিচিকার ঠিকরে পরা আলো চিনতে চিনতে হয়ে ওঠে এক বেদুঈন যাযাবের রুপকার। এখানে খুঁজোনা আমায়। বাতাসে শিস্ কেটে কেটে বলে যায়, আফ্রোদিতি’র সুরেলা ধ্বনি।নিসর্গের ভূমি চেয়ে আছে বাড়িয়ে দু’বাহু।….”ওঠো পথিক, টেনে নিয়ে এসো অকাল বারিধারা রুক্ষ প্রান্তরের বুকে”…কিন্নরি ঝর্ণা প্রবাহিত হোক ক্ষয়ে যাওয়া পাথরের বুকে নিত্য ঝুমুর তালে।জলে নুয়ে আসুক হলদে পাখির পালকের স্নিগ্ধতা। তুমি হয়ে ওঠো এক দূর্নিবার বিদ্রোহী যোদ্ধা। বালুময় প্রান্তর তোমার নয়।ঊর্বশী রঙ্গীনি সবুজের মোহনার আবাহনে উঁচাও তোমার খাপখোলা কৃপাণ।
দেখিয়ে দাও খর্বতা তোমার পরিচয় নয়। সরাও তোমার মুখ ঢাকা কালো কাপড়।অজস্র বছরের বোবা বন্ধাত্ব ঘোচাও।উত্তরসূরীর জবাব দেবার প্রস্ততি নেবার সময় করোনা নস্ট। নিরন্ন অবষন্নতা ছিঁড়ে ফেলে জেগে ওঠো হারকিউলিসের খোলসে। তোমাকে অভিবাদন হে পান্থপথিক,তোমাকে অভিবাদন।
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পথিক জেগে উঠুক জেগে থাকুক পথের সীমানায়
দিগন্ত হেসে উঠুক সবুজের মহিমায় অবসন্নতার বাঁধ উজিয়ে।
বন্যা লিপি
পথিক খুঁজুক কেবলই নিজ শক্তির সদ্ব্যবহার। নতুন পৃথিবী গড়ে উঠুক হারকিউলিসের মতো নব শক্তির জোয়ারে। প্রেম বাড়ুক যুগে যুগে সবুজের প্রেমে।
শুভেচ্ছো, শুভ কামনা আসন্ন বসন্তের!
সাবিনা ইয়াসমিন
এমন করে ডাকলে হারকিউলিস না এসে পারবে ! অথবা ভেতরে সুপ্ত থাকা হারকিউলিস কার নেই ? আজ হোক কাল জাগে উঠবে।
খেজুর কাঁটা রাত আলোকিত হয়ে উঠুক আফ্রোদিতির আলিঙ্গনে।
এতো শক্ত লেখা লিখলে বুঝতে কষ্ট হয় বন্যা। আমার বিদ্যা যা আছে মরিচিকা হয়ে পালিয়ে যাবে।
ভালোবাসা ❤❤❤❤
বন্যা লিপি
আফ্রেদিতি চায়না হারকিউলিসের বাহুডোর। আফোেদিতিও চায় মরুপ্রান্তর জেগে উঠুক কর্মঠ হারকিউলিসের অজেয় শক্তির সঞ্চালনায়। পথিক জেগে উঠুক নস্বর প্রেমের মায়াজাল ছিণ্ণ করে বালুময় প্রান্তর ভরিয়ে তুলুক সবুজের ঝর্নাধারায়। মরুময়, বালুর তাবুতে পথিকের প্রেমে সাড়া দিতে আফ্রোদিতি’র কোনোই আগ্রহ নেই। নেই শুধুই প্রেমের আবাহনে আবিষ্টতায় জড়াতে। আফ্রোদিতি’র ভালোবাসা এককেন্দ্রিক নয় যে!!!!
আমি বাড়ে বাড়েই ফিরে আসবো বন্ধু তোমায় বোঝাতে আমার ভাষা।
তুমি ভুলে যেওনা…. এই আমায়…. ভালোবাসা ♥♥♥♥♥
সাবিনা ইয়াসমিন
বাহ ! বোঝানোর পর এখন লেখাটি খুব ভালো লাগলো বন্যা।
এখন থেকে যা খুশি যেভাবে খুশি লিখতে থাকুন। আমি বুঝে নেয়ার জন্যে বারবারই ডাকবো।
ভুলে যাওয়া অতটা সহজ নয়। আর সে চেষ্টাও করতে চাই না।
ভালোবাসা আদান- প্রদান চলছে/ চলবে অবিরত। ❤❤❤❤❤
তৌহিদ
জেগে উঠুক পান্থপথিক, এখন একজন হারকিউলিস বড় প্রয়োজন আমাদের। আলো আসবেই আসবে।
দারুন অনুভব আপু।
বন্যা লিপি
আমি কৃতজ্ঞ, অনুভবটুকু ঠিকঠাক ধরার জন্য। অকৃতিম শুভ কামনা, শুভেচ্ছা। আগমনি বসন্তদিনের শুভেচ্ছা।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা আপু