মেঘবালিকা

অদ্ভুত শূন্যতা ২৯ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ১১:০৭:১৫অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

ভাল লাগার সেই রঙিন অভ্যেস এখনো ভুলতে পারিনি,
অবলীলায় তাই আজ বিকেলের মেঘটাকে ভাল লেগে গেল।
রিক্সার হুড ফেলে উচ্ছন্ন বৈরাগী বাতাসে চুল এলিয়ে
যে মেঘ উড়ে গেছে আজ দিনের প্রৌড় সময়ে,
চেয়ে চেয়ে দেখেছি, মানুষের অতিশয় ভীড় ঠেলে,
নগর নির্জনতায় দাঁড়িয়ে নিজস্ব মৌনতায়-
কিশোরী মেঘ উড়ে গেছে কী ভিষন লাজহীন অনুভঙ্গিমায়।

৬০১জন ৬০১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ