“হুমায়ূন আহমেদ”

গালিবা ইয়াসমিন ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৯:০৮:১২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য

তুমি এসেছিলে
মধ্যবিত্ত মধ্যবিত্তে
আনন্দ দেখেছে
বুঝেছে পরিবার
খুঁজেছে আপনজনকে

লিখেছ বই
জয় করেছ মন
আনন্দে কাটে
সবার কিছুক্ষণ।

একদিন ঠিকই
বিদায় নিলে
রইলে মনে
চিরসবুজ হয়ে

তাই আজও
হিমু হাঁটে
খালি পায়ে
রূপা জড়ায়
নীল শাড়ি গায়ে।

“শুভ জন্মদিন” হুমায়ূন আহমেদ স্যার, ভালোবাসা নিবেন <3  (3

-গালিবা ইয়াসমিন
(১৩/১১/২০১৮)

৫৫৫জন ৫৫২জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ