তুমি এসেছিলে
মধ্যবিত্ত মধ্যবিত্তে
আনন্দ দেখেছে
বুঝেছে পরিবার
খুঁজেছে আপনজনকে
লিখেছ বই
জয় করেছ মন
আনন্দে কাটে
সবার কিছুক্ষণ।
একদিন ঠিকই
বিদায় নিলে
রইলে মনে
চিরসবুজ হয়ে
তাই আজও
হিমু হাঁটে
খালি পায়ে
রূপা জড়ায়
নীল শাড়ি গায়ে।
“শুভ জন্মদিন” হুমায়ূন আহমেদ স্যার, ভালোবাসা নিবেন <3 (3
৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
হুমায়ুন আহমেদ যার জন্ম না হলে বাংলা সাহিত্যের জগৎ অসম্পূর্ন থেকে যেতো।অনেক শ্রদ্ধা আর ভালোবাসায় স্বরন করছি তাকে।পরম করুণাময় তার আত্মাকে শান্তিতে রাখুন।আমীন।
লেখিকাকে অনেক ধন্যবাদ কালজয়ী এই লেখকের জন্মদিন নিয়ে লেখার জন্য। -{@
গালিবা ইয়াসমিন
স্বাগতম -{@
সাবিনা ইয়াসমিন
❤☺
জিসান শা ইকরাম
স্যারকে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলী -{@
গালিবা ইয়াসমিন
-{@