
❤ তোমায় একটি কবিতা বলি ?
💘 বলো।
❤ নাহ,,তোমায় একটি গান শোনাই ?
💘 শোনাও।
❤ এসো,, তোমায় একটি ছবি দেখাই ?
💘 দেখাও।
❤ ঐ যে দেখো আকাশটা কতো সুন্দর ।তাই না ?
💘 হুম,সুন্দর।
❤ পাখি গুলো ডানা মেলে উড়ছে আর গাইছে,,,
💘 হ্যা ,,উড়ছে আর গাইছে।
❤ এভাবে কথা বলো কেন তুমি ?এখন যদি মরে যাই ??
💘 যাও।
❤ মানে !! মরে গেলে খুশি হবে ?
আমায় নিথর দেখতে ভালো লাগবে ??
💘 হা,হা,হা,হা,,ভালোবাসার মানুষ তুমি..
যা করবে সবই ভালো লাগবে।💘
২৮টি মন্তব্য
ইঞ্জা
অপূর্ব লিখেছেন আপু। -{@
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই। -{@
জিসান শা ইকরাম
হার্ট দিয়ে দেখি সোনেলা লাল করে ফেলেছেন 🙂
ঠিক বলেছেন, ভালবাসার মানুষের সব কিছুই ভাল লাগে।
ছোট কবিতায় অনেক ভাল লাগা -{@
সাবিনা ইয়াসমিন
সোনালী রঙের টা পেলাম না ,তাই লাল রঙটাই দিলাম।এই কবিতায় দুজনের হৃদয় ভালোবাসায় সমৃ্দ্ধ হলেও উত্তাপহীন।ভালোবাসা যেমনই হোক প্রকাশ করতে হয়।
জিসান শা ইকরাম
প্রকাশহীন ভালোবাসা আসলে কোনো ভালবাসাই না।
দুজনের কথা * এবং ** দিয়ে আলাদা ভাবেও বুঝানো যায়।
জিসান শা ইকরাম
অ- কবিতা লিখছেন শিরোনামেই, অ- কবিতা হিসেবে ঠিক আছে।
লেখায় এত ইমো না দেয়াই ভালো। আমি হলে লেখার শেষে একটা দুই ভাগ হওয়া হার্ট দিতাম 🙂
সাবিনা ইয়াসমিন
তাহলেতো ভালোই হোতো।একটি কবিতা পড়তে পেতাম।অ- কবিতা থেকে কবিতার স্বাদ নিতে চাওয়া আর ঘোড়ার ডিমের অমলেট খাওয়া এক সমান।😂
ছাইরাছ হেলাল
ঘোড়ার ডিম একাই খেলেন!
এতো ভারী অন্যায়, অ-ন্যায় হলেও আপনি তো খেয়েছেন,
সেটাই বা কম কিসে!
ছাইরাছ হেলাল
এই-রে সেরেছে!!
যেখানে বাঘের ভয়
সেখানেই
খরগোশ লুকোয়!!
আপনি কবি!!
ভয়ে তো করি খুব-ই,
হাত-পা কাঁপা-কাঁপা!!
কেমনে কী-ই-বা লিখি,
ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া,
এতো এতো ভালোবাসা
ছিটকে সামনে এসে দাঁড়ায়
মড়া থেকে বেঁচে বাঁচা!!
স্বাগত হে কবি।
সাবিনা ইয়াসমিন
নেই কোনো ভয়
আমি নইতো কবি,,
কপি বলা যায়,ফুল কপি অথবা বাধা কপি,
খরগোশ খেতে পারে কাঁচা ই
সিদ্ধ খায় সবাই ।
এতো এতো ভালোবাসায়
মড়া যদি বাঁচেই বেঁচে
ক্ষতি কি 😂😂
ছাইরাছ হেলাল
নাহ্, ক্ষতি নেই-তো মোটেই, এমন সুন্দর কবিতার অ-কবিতা
চাই যে আরও। অপেক্ষায় বাঁচি, অপেক্ষাতেই বাঁচি।
সাবিনা ইয়াসমিন
অপেক্ষা করে কাজ হবে না কবিতাওয়ালা স্যার।গোটা কয়েক ডাইনী পাঠিয়ে দিন।ভয়ে ভয়ে দুয়েকটা অ-কবিতা নিশ্চিত বেরোবে।😂😂
পথহারা পাখি
(3 (3 (3 (3 (3
সাবিনা ইয়াসমিন
❤💛💙💚
সাবিনা ইয়াসমিন
❤💙💚💛💜
মোঃ মজিবর রহমান
ভালোবাসায় ভরপুর, ভালোবাসার মানুষের কাছে অনেক কিছুই সহজে বলা যায়। অনেক শুন্তেও ভাল লাগে। বেঁচে থাকুক হ্রিদয়ো মন্দিরে (3 জিয়ে থাকুক অনন্তকাল বুকেত মাঝে।
সাবিনা ইয়াসমিন
ঠিক বলেছেন ভাইজান।অনেক ধন্যবাদ এই ফালতু লেখাটি পড়ার জন্যে।
মায়াবতী
বাব্বাহ অকবি ও দেখি কবিতা লেখে! (3
সাবিনা ইয়াসমিন
আপনি আসলেই মায়াবতী !!যা দেখেন সব কিছুতেই মায়া ঝরে পরে।অনেক ভালোবাসা রইলো আপু ।ভালো থাকবেন ।❤
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যথার্থই বলেছেন
ভালবাসার জন্য কি না হয়
কি না ঘটে।
সুন্দর হয়েছে। -{@
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ -{@
মাহমুদ আল মেহেদী
আমি দেখলাম অন্যভাবে ! খারাপ সময় ভাল সময় সব সময় ভালোবাসায় পূ্র্ণ থাকলে আমাদের এই ক্ষুদ্র জীবনটা যে সার্থক হয়।
সাবিনা ইয়াসমিন
জ্বী।সঠিক বলেছেন।সকলের ভালোবাসাই পুর্নতা পাক এই কামনা করি ।ধন্যবাদ। -{@
সাবিনা ইয়াসমিন
@ছাইরাছ হেলাল,,,,অলৌকিক আর আজগুবি খাবার একাই খেতে হয়। 🙂
রিতু জাহান
এমন করে যদি বলে মরে আগে তার ঘাড়ই মটকাব।
কবিতায় ভাল লাগা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
হা,হা,হা,হি,হি হি,,,দারুন আইডিয়া !! এমন নিরস প্রেমিকের ঘাড় মটকালে কোনো পাপ হবে না।😂😂
অ-কবিতা ভালোলাগায় খুশি হলাম আপু।শুভেচ্ছা ও শুভকামনা। ;? -{@
নীলাঞ্জনা নীলা
এ তো দেখি কথোপকথন!
বেশ বেশ!!! 🙂
সাবিনা ইয়াসমিন
আচ্ছা,,বেশ ☺☺ \|/